ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘মারামারির খেলা’ দেখতে ভালোবাসেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:৪৫, ১৫ ডিসেম্বর ২০২০
‘মারামারির খেলা’ দেখতে ভালোবাসেন রোনালদো

মাঠে ফুটবল নিয়ে প্রতিপক্ষের বক্স তটস্থ করে রাখতে জুড়ি নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু টেলিভিশনে ফুটবলটা একটু দূরেই সরিয়ে রাখেন পর্তুগালের শীর্ষ গোলদাতা। বরং মারামারির খেলাধুলা যেমন বক্সিং কিংবা ইউএফসি (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) দেখতে বেশি পছন্দ করেন জুভেন্টাসের ফরোয়ার্ড।

‘প্যারালাল ওয়ার্ল্ডস’ নামে ডিএজেডএন ডকুমেন্টারিতে রোনালদো টিভি দর্শক হিসেবে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন। বক্সিং তারকা গেনাডি গোলোভকিনকে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়ী বলেছেন, ‘ফুটবল খেলা আমার প্যাশন। কিন্তু টিভিতে আমি অন্য খেলাধুলা দেখতে পছন্দ করি। একটি ফুটবল ম্যাচ কিংবা বক্সিং বা ইউএফসি ফাইট দেখার মধ্যে কোনোটি বেছে নিতে বলে আমি পছন্দ করবো বক্সিং কিংবা ইউএফসিকে।’

ইউএফসি তারকা কনর ম্যাকগ্রেগরের সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল রোনালদোর। বক্সিংয়ের প্রতি তার ভালোবাসা তৈরি হওয়া নিয়ে বলেছেন, ‘আমি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলাম, একজন কোচ আমার সঙ্গে বক্সিং করতো। আমি মনে করি বক্সিং অনুশীলন করা ফুটবলের জন্য উপকারী। কারণ এটা আপনার মুভমেন্ট ও অনুভূতি আরও ক্ষিপ্র করে তোলে ‘

বয়স ৩৫ হলেও রোনালদোর পারফরম্যান্সে কোনও ঘাটতি লক্ষ করা যাচ্ছে না। সর্বশেষ জুভেন্টাসের জার্সিতে জেনোয়ার বিপক্ষে শততম ম্যাচ জয়ে জোড়া গোল করেছেন। এমনকি প্রথম খেলোয়াড় হিসেবে এই শতাব্দীতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ জুড়ে চারশ ম্যাচ জয়ের কীর্তি গড়েছেন।

এখনই থামতে চান না রোনালদো, ‘গত গ্রীষ্মে অ্যান্থনি জোশুয়ার (হেভিওয়েট চ্যাম্পিয়ন) সঙ্গে আমার কথা হয়েছিল। ৩৩ বছর বয়সে এসে আপনার মনে হতে পারে যে পা দুর্বল হয়ে যাচ্ছে। আমি খেলায় থাকতে চাই, এই ফুটবলে। লোকেরা আমাকে দেখে বলবে, ‘ক্রিস্টিয়ানো ছিল অসাধারণ খেলোয়াড় কিন্তু এখন সে দুর্বল।’ আমি এমনটা চাই না। খেলাধুলায় বয়সের সঙ্গে পরিপক্বতাও বাড়ে। টেনিসে (রজার) ফেদেরারকে দেখুন, তার বয়স ৩৭ কি ৩৮ এবং এখনও সে তার ক্যারিয়ারের শীর্ষে। বক্সিংয়েও এমন কয়েকজন আছেন।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়