ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কে পেলেন কোন পুরস্কার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:৫৭, ১৮ ডিসেম্বর ২০২০
কে পেলেন কোন পুরস্কার

পর্দা নামল ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’। জেমকন খুলনা করল শিরোপা উৎসব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ দলের কোনো প্রাইজমানি নেই। তবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা প্রত্যেকে দেড় লাখ টাকা এবং রানার্সআপ দলের খেলোয়াড়রা ৭৫ হাজার টাকা করে পেয়েছেন। এ ছাড়া সেরা খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দিয়েছে আয়োজকরা।

কে কোন পুরস্কার পেয়েছেন তা এক নজরে দেখে নেওয়া যাক,

চ্যাম্পিয়ন দল: খুলনা (প্রত্যেক খেলোয়াড় দেড় লাখ টাকা)

রানার্স আপ: চট্টগ্রাম (প্রত্যেক খেলোয়াড় ৭৫ হাজার টাকা)

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: মোস্তাফিজুর রহমান- ২২ উইকেট (৩ লাখ টাকা)

প্লেয়ার অব দ্য ফাইনাল: মাহমুদউল্লাহ রিয়াদ – ৭০ রান (১ লাখ টাকা)

বেস্ট ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট: লিটন কুমার দাশ – ৩৯৩ রান (২ লাখ টাকা)

বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট: মোস্তাফিজুর রহমান- ২২ উইকেট (২ লাখ টাকা)

বিশেষ পারফরম্যান্স:

১) নাজমুল হোসেন শান্ত (ব্যাটিং: ১০৯)

২) পারভেজ হোসেন ইমন (ব্যাটিং: ১০০*)

৩) শরীফুল ইসলাম (বোলিং: ২৭/৩)

৪) রবিউল ইসলাম রবি (বোলিং: ২৭/৫)

(প্রত্যেকে ১ লাখ টাকা করে)

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়