Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

পিএসজির আরও উন্নতির জায়গা দেখছেন পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১০ জানুয়ারি ২০২১  
পিএসজির আরও উন্নতির জায়গা দেখছেন পচেত্তিনো

প্যারিস সেন্ত জার্মেই অধ্যায়ের শুরুটা ভালো হয়েছিল না নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর। তার প্রথম ম্যাচে সেন্ত এতিয়েঁর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন কোচ শনিবার পেলেন প্রথম জয়ের স্বাদ। ৩-০ গোলে ব্রেস্তকে হারানোয় তৃপ্ত হলেও দলে আরও উন্নতির জায়গা দেখছেন টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ।

মোয়াসে কিনের পর দ্বিতীয়ার্ধে মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়ার গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। লিগ ওয়ানের শীর্ষ দল লিওঁর চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। জয়টা সহজে পেলেও পচেত্তিনো মনে করেন, আরও কিছু কাজ বাকি আছে। থোমাস টুখেলের উত্তরসূরি বলেছেন, ‘ফল নিয়ে আমরা সন্তুষ্ট। সব খেলোয়াড়ের প্রচেষ্টার ফসল এটা। কিন্তু আরও অনেক জায়গায় সংশোধন করতে হবে। উচ্চ মাত্রায় আমাদের কাজ করে যেতে হবে।’

চার ম্যাচে তৃতীয়বার কোনও গোল পাননি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড লক্ষ্যে তিনটি শট নিলেও জাল খুঁজে পাননি। তবে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে সারাবিয়ার গোলটি তিনি বানান। এমবাপ্পের পুরো ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট পচেত্তিনো, ‘এমবাপ্পে ভালো খেলেছে। তার সুযোগ এসেছিল এবং গোল করতে পারেনি, এটা লজ্জার। কিন্তু তার খেলা ভালো ছিল।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়