ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘রান করতে আমাদের বেতন দেওয়া হয়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ১১ ফেব্রুয়ারি ২০২১  
‘রান করতে আমাদের বেতন দেওয়া হয়’

চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ের কারিগর ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, তার মতো না হলেও বিশাল অবদান ছিল এনক্রুমাহ বোনারেরও। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে অবিশ্বাস্য ছিলেন দুজনই। কিন্তু ঢাকায় দ্বিতীয় ম্যাচে মায়ার্স মাত্র ৫ রান করে বিদায় নেন। তবে প্রথম দিন উইন্ডিজ দাঁড়িয়ে থেকেছে বোনারের টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরিতে। সব কিছু তার পরিকল্পনামতো এগোচ্ছে বলে জানালেন এই ডানহাতি ব্যাটসম্যান।

মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে পেশাদারিত্বের চাপ মাথায় নিতে শিখে গেছেন বোনার। দিন শেষে ৭৪ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান বললেন সেই কথা, ‘প্রত্যেক ইনিংস খেলার সময় আমি নিজের ওপর চাপ প্রয়োগ করি। রান করতে ও ধারাবাহিক হতে আমাদের বেতন দেওয়া হয়। ঠিক সেটাই আমি করার চেষ্টা করছি।’

প্রথম ম্যাচে ৮৬ রান করা বোনার দ্বিতীয় টেস্টের শুরুর দিনেই ধরেছেন হাল। চার নম্বরে নেমে জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন। ষষ্ঠ উইকেটে জশুয়া ডা সিলভার সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিটা ৪৫ রানের। স্কোর ৫ উইকেটে ২২৩ রানের।

এই ইনিংসকে সাড়ে তিনশ ছাড়িয়ে নিতে চান বোনার, ‘কিছু কিছু আউট বেশ দৃষ্টিকটু। কিন্তু এটাই খেলার প্রকৃতি। আমি ও জশ (ডা সিলভা) উইকেটে আছি এবং আরও কয়েকজন আসবে। যতক্ষণ সম্ভব আমাদের জন্য ব্যাট করে যাওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা সাড়ে তিনশ ছাড়িয়ে যেতে চাই স্কোর। আমি মনে করি এটাই হবে দারুণ সংগ্রহ।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়