ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোলটা কবরেও নিয়ে যেতে চান তিনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৭ মার্চ ২০২১   আপডেট: ১৯:৪৪, ৭ মার্চ ২০২১
গোলটা কবরেও নিয়ে যেতে চান তিনি

ইলাইস মোরিবা

বয়স মাত্র ১৮ বছর ৪৬ দিন, বার্সেলোনার সিনিয়র দলে পঞ্চম ম্যাচ খেলতে নেমে বিস্ময়কর এক গোল করলেন ইলাইস মোরিবা। এই লা লিগা মৌসুমে বক্সের বাইরে থেকে ক্লাবের গোল করা সর্বকনিষ্ঠ গোলদাতা তিনি। তাও আবার কাতালানদের জার্সিতে জীবনে প্রথম গোল, সেটা এসেছে লিওনেল মেসির পাস থেকে। সব কিছু স্বপ্ন স্বপ্ন লাগছে তার। ওসাসুনার বিপক্ষে করা গোলটি সঙ্গে করে ‘কবরেও নিয়ে যেতে চান’ তিনি।

লিগ টেবিলের শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে কমিয়ে আনার ম্যাচে সাত মিনিট বাকি থাকতে অসাধারণ গোলটি করেন ইলাইস। মেসির পাস থেকে কাট ব্যাক করে একটু জায়গা বের করে বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়ান। পেদ্রির পর তার করা গোলে ২-০ তে জয় সুনিশ্চিত হয় বার্সার।

গিনিতে জন্ম নেওয়া এই মিডফিল্ডার ২০১০ সালে ক্লাবের অ্যাকাডেমিতে ভর্তি হন। গত জানুয়ারিতে তার পেশাদার ফুটবলে অভিষেক হয় এবং সিনিয়ল দলটির সঙ্গে শনিবার পঞ্চম ম্যাচ খেলতে নামেন। ম্যাচ শেষে ইলাইস বলেছেন, ‘আমি শুট করতে পছন্দ করি। লিও খুব ভালো একটা পাস দিলো আমাকে। আমি জানি না কীভাবে কাট করলাম এবং বাঁ পায়ে শট নিলাম। ঈশ্বরকে ধন্যবাদ যে বল ঢুকে গেলো। আমি কখনও এই গোলের কথা ভুলবো না এবং আমি এটা কবরে নিয়ে যাবো।’

কোপা দেল রেতে কর্নেয়ার বিপক্ষে জানুয়ারিতে অভিষেক হয়েছিল ইলাইসের। কোচ রোনাল্ড কোমানকে মুগ্ধ করতে সময় নেননি। চলতি মাসের শুরুতে আলাভেসের বিপক্ষে লা লিগায় অভিষেক হয়। দলে জায়গা পাওয়ার জন্য প্রতিযোগিতা করাটা মেনে নিচ্ছেন এই তরুণ মিডফিল্ডার, ‘জায়গা পাওয়ার প্রতিযোগিতা আছেই। কিন্তু আপনি তরুণ কি না সেটা ব্যাপার নয়। ভালো খেললে দলে জায়গা পাবেন। বয়স্ক খেলোয়াড়রা আমাদের সহায়তা করেন। লিও প্রায় বলেন আমার একটা জায়গা আছে, যেখান থেকে শুট করতে হবে। আমি এই গোল উৎসর্গ করতে চাই আমার বাবা ও লা মাসিয়াকে, যেখানে আমি অনেক কিছু শিখেছি।’

আতলেতিকো দুই ম্যাচ কম খেললেও ইলাইস বার্সার শিরোপার আশা ছাড়ছেন না, ‘লা লিগা আমাদের জন্য এখনও শেষ হয়ে যায়নি। আমরা শেষ পর্যন্ত লড়াই করবো। এটাই আমাদের ডিএনএ, লা মাসিয়ায় এটা আমাদের শেখানো হয়েছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়