শামীমের জীবনধারার রসদ ভাত ও ফল
ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম
আক্রমণাত্মক ব্যাটিং। আঁটসাট বোলিং। ফিল্ডিং চিতার মতো ক্ষিপ্র। শামীম পাটোয়ারী একের ভেতরে সব। যুব বিশ্বকাপজয়ী এ স্পিন অলরাউন্ডার নিজের কারিশমা দেখাচ্ছেন আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে।
পরপর দুই ম্যাচে ইনিংসের অতি গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে প্রতি আক্রমণে অতিথি দলের বোলিং গুড়িয়ে বাংলাদেশ ইমার্জিং দলকে এনে দিয়েছেন প্রত্যাশিত জয়। দুই ম্যাচেই তার ব্যাটিং শুধু মুগ্ধ করেনি, তার সামর্থ্যের জানান দিয়েছে।
এতো কিছুর নেই আলাদা কোনো রহস্য। স্বাভাবিক জীবনযাপন, রুটিনমাফিক চলাফেরা ও অনুশীলনে শতভাগ নিবেদন, তাতেই শামীম হয়েছেন অন্য সবার থেকে আলাদা। খাবারে তেমন বাছাবাছি নেই। ভাত খেতে পছন্দ করেন। তাজা ফলের রসও পছন্দ করেন। সেসবেই আনন্দ পান। ‘আমার জীবন খুব স্বাভাবিক। বাড়তি কোনো চাকচিক্য নেই। ভাত খাই, ফল খাই। এগুলোই আমার শক্ত।’
নিজের পছন্দের খেলোয়াড় জানাতে গিয়ে শামীম বলেন, ‘বিদেশি খেলোয়াড়দের মধ্যে এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি আমার আইডল। দেশে সাকিব ভাই।’
সঙ্গে জানিয়ে রাখলেন, ‘ফিল্ডিংয়ে আমি ছোটবেলা থেকেই জন্টি রোডসকে অনুসরণ করি।’
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৯ বলে ৫৩ রান করেন। ৩ চার ও ২ ছক্কা হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ৪৪ রান। মেরেছেন ৭ চার ও ১ ছক্কা। ব্যাটিংয়ে নিজেকে ফিনিশিংয়ের ভূমিকায় দেখেন শামীম। সেখানে আক্রমণাত্মক ব্যাটিংয়ই থাকে তার পরিকল্পনা।
তিনি বলেন, ‘ব্যাটিংয়ে আমার পজিশন নাম্বার সিক্স। আমি চাই যে, ফিনিশ করতে যেভাবেই হোক আর দলকে এগিয়ে নিতে। এটাই আমার টার্গেট থাকে। দলের বোলিং আমাদের ভালো হচ্ছে। ব্যাটিংও ভালো হচ্ছে।’
জাতীয় দলের জন্য এখনই প্রস্তুত শামীম। তবে নিজেকে আরও পরিণত করতে চান স্পিন অলরাউন্ডার। তার ভাষ্য, ‘আমি জাতীয় দলের প্রস্তুত। যেহেতু আমরা এখন খেলার মধ্যে আছি। সবকিছুর জন্য আরও প্রস্তুতি নেওয়াটাও জরুরি।’
ঢাকা/ইয়াসিন/রিয়াদ