ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজে জয়ে শুরু করলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২৩ মার্চ ২০২১   আপডেট: ২১:৫৮, ২৩ মার্চ ২০২১
ত্রিদেশীয় সিরিজে জয়ে শুরু করলো বাংলাদেশ

ফাইল ছবি।

কিরিগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। জামাল ভুঁইয়াকে ছাড়া বাংলাদেশ ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। 

আই লিগে মাঠ মাতিয়ে আসা জামাল ভুঁইয়াকে ছাড়া মাঠে নেমেছে বাংলাদেশ। জামালের অবর্তমানে অধিনায়কের দায়িত্বে ছিলেন সোহেল রানা। কাঠমান্ডুর দশরথ রঙ্গসালা স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে খেলাটি শুরু হয়।  

আত্মঘাতী গোলে কিরগিজস্তানের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ২৯ মিনিটের সময় ডান দিক থেকে সাদ উদ্দিনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান রক্ষণভাগে থাকা ডিফেন্ডার কুমারবাজ।  শেষ পর্যন্ত এই গোলেই নির্ধারণ হয় ম্যাচের ফল। 

প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিন ফুটবলার।  তারা হলেন ডিফেন্ডার রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ ও ফরোয়ার্ড মেহেদি হাসান রুয়েল। 

বাংলাদেশ একাদশ:  আনিসুর রহমান জিকো, রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ, টুটুল হোসেন বাদশা,  বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা, বিপলু আহমেদ,  মাশুক মিয়া জনি, মতিন মিয়া, সাদ উদ্দিন ও মেহেদি হাসান রোয়েল

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়