ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৮ বছর পর এমন কিছু...

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:০১, ২২ এপ্রিল ২০২১
১৮ বছর পর এমন কিছু...

২০০৩ সালের কথা, পাকিস্তানের পেশাওয়ারে টেস্ট খেলছে বাংলাদেশ। টস জিতে নেমেছে ব্যাটিংয়ে। পাকিস্তানের বোলিং আক্রমণে শোয়েব আখতার, উমর গুল, সাব্বির আহমেদ ও দানিশ কানেরিয়া।

প্রবল প্রতিরোধ ও দৃঢ়চেতা মনোভাবে তাদের বিপক্ষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে কাটিয়ে দেয় ১০০ ওভার। টপ অর্ডারে এমন দৃঢ়তার চিত্র বাংলাদেশের ক্রিকেটে দেখা বিরল। ১৮ বছর পর পাকিস্তানের পেশাওয়ারের চিত্র শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ফেরালেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা।

ক্যান্ডি টেস্টের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ব্যাট হাতে দুর্দান্ত বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ক্রিজে কাটিয়ে দিয়েছে ১০০ ওভার। পাকিস্তানে বাংলাদেশের ব্যাটিং ছিল মন্থর। ১০০ ওভারে তুলেছিল ২৫৬ রান। শ্রীলঙ্কায় এ সময়ে রান পেয়েছে ৩২২ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৭৮।

পাকিস্তানে সেই ম্যাচে বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল মাত্র ৩৬১ রান। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে। পাকিস্তানকে ২৯৫ রানে আটকে প্রথম ইনিংসে লিড নিলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচ হারে ৯ উইকেট। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিল শোয়েব।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়