ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রীলঙ্কায় প্রথম সিরিজ জয়ের হাতছানি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ২৮ এপ্রিল ২০২১   আপডেট: ১০:০৮, ২৯ এপ্রিল ২০২১
শ্রীলঙ্কায় প্রথম সিরিজ জয়ের হাতছানি

পিচ রেটিং গড়পড়তার নিচে! পাল্লেকেলে যখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রথম টেস্টের পিচ নিয়ে এই রায় দিলো। ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য না থাকায় একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।

ফলে দ্বিতীয় টেস্টে দুই দলের পাশাপাশি পাল্লেকেলের উইকেটকেও কঠিন পরীক্ষা দিতে হবে। আইসিসির কড়া গাইডলাইন আছে, পাঁচ ডিমেরিট পয়েন্ট পেলে এক বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ হবে না ওই স্টেডিয়াম। আবার ডিমেরিট পয়েন্টের স্থায়ীত্বকাল পাঁচ বছর। 

করোনাকালে ভ্রমণের ঝক্কি এড়াতে একই ভেন্যুতে দুই ম্যাচ আয়োজন করছে শ্রীলঙ্কা। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতেও ইংল্যান্ড দলকে আতিথেয়তা দিতে এমন ব্যবস্থা করেছিল তারা। ম্যাচ আয়োজন হয়েছিল গলেতে। এবার বাংলাদেশকে আতিথেয়তা দিচ্ছে তারা ক্যান্ডিতে। শহরের থেকে দূরের পাল্লেকেলে স্টেডিয়ামটি নয়নাভিরাম হলেও ৮ টেস্টে ম্যাচে ফল বের হয়েছে মাত্র ৪টিতে। বাকি ৪টিই ড্র। শ্রীলঙ্কার জয় মাত্র একটিতে, ৩টিতেই হার।

এমন ভেন্যুতে জয়ে চোখ রেখে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সরাসরি জানিয়েছেন, আরেকটি ড্র নয়, দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয় তাদের লক্ষ্য। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর বার্তা, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি এর জন্য অনেক ভালো খেলতে হবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা মনোযোগ রাখছি এক সেশন করে এগোনোর। তো অবশ্যই লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জেতা।’

এই টেস্টেও বাংলাদেশ ছয় ব্যাটসম্যান ও পাঁচ বোলার নিয়ে নামবে। ডমিঙ্গোর সোজা কথা, ‘আপনার হাতে যখন সাকিব আল হাসানের মতো একজন অপশন থাকবে, তখন সাত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামার চিন্তা করতে পারেন। যদি না থাকে আপনাকে সাহসী হতে হবে। পাঁচ বোলার নিয়ে নামতে হবে, যারা আমাকে ২০ উইকেট এনে দেবে। এতে তাদেরও আত্মবিশ্বাস বাড়বে।’

শিষ্যদের থেকে প্রথম টেস্টের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান ডমিঙ্গো, ‘প্রথম টেস্টে ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট। মুমিনুল ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেয়েছে। এটা অবশ্যই বিরাট অর্জন। শান্ত অসাধারণ ইনিংস খেলেছে। তামিমের কথা নতুন করে বলার নেই, দুর্দান্ত। দ্বিতীয় টেস্টেও তাদের থেকে ভালো কিছু পেতে অপেক্ষা করছি। আশা করছি তারা প্রত্যেকে নিজেদের সেরা ক্রিকেটটা খেলবে।’

এদিকে নিজেদের মাঠে সিরিজ জিততে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেন, ‘আমরা সব সময় মাঠে নামি জেতার জন্য। দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ জিততে চাইবো আমরা। শেষ ম্যাচে বোলাররা ২০ উইকেট নেওয়ার মতো সাহায্য পায়নি। আশা করছি এ ম্যাচে তারা দারুণ কিছু করে দেখাবে যেন আমরা ম্যাচটা জিততে পারি।’

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে সিরিজের শেষ ম্যাচ, সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়