ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মায়াঙ্কের অধিনায়কোচিত ইনিংসে পাঞ্জাবের ১৬৬

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২ মে ২০২১   আপডেট: ২১:৫১, ২ মে ২০২১
মায়াঙ্কের অধিনায়কোচিত ইনিংসে পাঞ্জাবের ১৬৬

অ্যাপেন্ডিসাইটিসের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন লোকেশ রাহুল। পাঞ্জাব কিংসের অধিনায়িক হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। দায়িত্ব পেয়েই সুযোগটা কাজে লাগালেন সামনে থেকে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে ইনিংস সেরা পারফর্ম করে দলকে এনে দিলেন ১৬৬ রান। ছয় উইকেট হারায় পাঞ্জাব।

শেষ ওভারে তিন চার ও এক ছক্কায় মায়াঙ্ক ২৩ রান তোলেন স্কোরবোর্ডে। কিন্তু প্রথম থেকে শেষ বল পর্যন্ত ব্যাট করেও এক রানের আক্ষেপ থেকে গেছে। ৫৮ বলে ৮ চার ও ৪ ছয়ে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। অবশ্য অধিনায়ক হিসেবে আইপিএলের প্রথম ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার এখন তিনি। এই আসরে পাঞ্জাবের বিপক্ষে ১১৯ রান করা রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন সবার উপরে।

দুর্দান্ত ইনিংস খেলার পথে ডেভিড মালানের সঙ্গে তৃতীয় উইকেটে ৫২ রানের সর্বোচ্চ জুটি গড়েন মায়াঙ্ক। পরে দ্বিতীয় সেরা ৪১ রানের জুটি গড়তে ভারপ্রাপ্ত অধিনায়ককে সঙ্গ দেন শাহরুখ খান। শেষ দিকে হারপ্রীত ব্রারের সঙ্গে ৮ বলে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মায়াঙ্ক।

কাগিসো রাবাদা দিল্লির পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়