ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসির অপরিসীম সুখ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১১ জুলাই ২০২১   আপডেট: ২০:০৯, ১১ জুলাই ২০২১
মেসির অপরিসীম সুখ

অবশেষে ধরা দিলো বহুল প্রতিক্ষীত আন্তর্জাতিক ট্রফি। লিওনেল মেসির নেতৃত্বে ১৯৯৩ সালের পর প্রথমবার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয়ে চার গোল ও পাঁচটি অ্যাসিস্টে রেখেছেন অবদান। জিতেছেন গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার। আর্জেন্টিনার গৌরবোজ্জ্বল অধ্যায় ফেরানোর আনন্দে মাতোয়ারা মেসি। এই অনুভূতি বলে বোঝাতে পারছেন না তিনি।

ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘এটা অদ্ভুত, যে সুখ আমি অনুভব করছি তা ব্যাখ্যা করার নয়। জাতীয় দলের সঙ্গে শিরোপা জিততে চেয়েছিলাম। আগে আমি দুঃখ নিয়ে মাঠ ছেড়েছি কিন্তু জানতাম একসময় না একসময় এটা পাবো।’

আরো পড়ুন:

এই দলের ওপর আস্থা তার ছিল দুই বছর আগে থেকে, ‘এই দলের ওপর আমার অনেক আস্থা ছিল, গত কোপা আমেরিকার পর থেকে এই দল আরও শক্তিশালী হয়ে উঠেছে। খুব ভালো মানুষরা রয়েছে এই দলে, যারা সামনে তাকায়। কোনও কিছু নিয়ে অভিযোগ করে না।’

অনেকবার দেখা স্বপ্ন পূরণ হওয়ার কথা জানালেন মেসি ‘অনেকবার আমরা খুব কাছ থেকে ফিরে এসেছি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল স্পষ্ট। আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল ছিলাম। এখন সুখ অপরিসীম। এই স্বপ্ন অনেকবার দেখেছি আমি।’

এই ফাইনাল ইতিহাসের পাতায় লেখা থাকবে বিশ্বাস আর্জেন্টিনা অধিনায়কের, ‘এখনও মনে হচ্ছে না যে আমরা চ্যাম্পিয়ন, কী আমরা অর্জন করেছি তা এখনও বুঝতে পারছি না। কিন্তু আমি মনে করি এই ম্যাচ ইতিহাসের পাতায় টিকে থাকবে, আমরা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছি বলে শুধু নয়, কারণ আমরা ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়েছি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়