ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লা লিগার দলে বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৫৯, ২৮ আগস্ট ২০২১
লা লিগার দলে বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে লা লিগার দল রায়ো ভায়াকানোতে সুযোগ পেয়েছেন জিদান মিয়া। ২০ বছর বয়সী এ ফুটবলার দলটির ‘সি’ দলে খেলবেন। নিজের সামর্থ্য দেখিয়ে মূল দলে জায়গা করে নিতে পারবেন।

জিদান মিয়ার সঙ্গে রায়ো ভায়োকানোর চুক্তির বিষয়টি জানিয়ে অ্যান্থেম স্পোর্টস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, 'প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমিতে জিতান দুই মাস ছিলেন। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায় সে। ট্রায়াল থেকে নির্বাচিত হয়। রায়ো ভায়েকানোর পরিচালককে ধন্যবাদ।'

এ নিয়ে জেনোভা স্পোর্টস লিখেছে, 'বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ফুটবলার হিসেবে জিদান মিয়ার সঙ্গে রায়ো ভায়োকানোর চুক্তির ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। দুই মাস আগে জিদান মিয়া আমাদের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছিল। সেখান থেকে ট্রায়ালের মাধ্যমে ক্লাবটিতে সুযোগ পেয়েছে।'

জিদান মিয়ার বাবা-মা সিলেটের। জিদানের জন্ম-বেড়ে ওঠা ইংল্যান্ডে। ডেভিড বেকহ্যামের একাডিমেতে দুই বছর অনুশীলন করেছেন জিদান। তার সুযোগ ছিল ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের একাডেমিতে যোগ দেওয়ার। স্কলারশিপও পেয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়ায় সেই সুযোগটি নিতে পারেননি। এবার স্পেনে তার ক্যারিয়ারের বড় সম্ভাবনা তৈরি হলো। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়