ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ম্যানইউতে ফেরা রোনালদোকে পেলের শুভ কামনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১ সেপ্টেম্বর ২০২১  
ম্যানইউতে ফেরা রোনালদোকে পেলের শুভ কামনা

জুভেন্টাস থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ট্রান্সফার চূড়ান্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাকে শুভ কামনা জানালেন ব্রাজিল লিজেন্ড পেলে।

দলবদলের শেষ দিন ওল্ড ট্র্যাফোর্ডে রোনালদোর ফেরার আনুষ্ঠানিক ঘোষণা আছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ম্যানইউ ভক্তদের উদ্দেশ্য করে আবেগঘন পোস্ট দেন, ‘‘যারা আমাকে চেনে, তারা জানে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আমার ভালোবাসা কখনো শেষ হওয়ার নয়। এই ক্লাবে যে কয় বছর ছিলাম, তা ছিল অসাধারণ। আমরা একসঙ্গে যে পথ পাড়ি দিয়েছি তা এই দারুণ ও চমৎকার প্রতিষ্ঠানের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এখন আমার অনুভূতি কী তা বলে বুঝাতে পারছি না, ওল্ড ট্র্যাফোর্ডে আমার ফেরার ঘোষণা বিশ্বব্যাপী দিচ্ছি।’

ম্যানইউর সঙ্গে ছয় বছরে তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতা রোনালদো দ্বিতীয় অধ্যায় শুরু করতে মরিয়া, ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো। পরে ম্যানইউর বিপক্ষে যখন খেলতে হয়েছে আমাকে, এমনকি প্রতিপক্ষ হিসেবে, তখনও গ্যালারি থেকে সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করতাম। এটা এমন একটি ব্যাপার, যা শতভাগ স্বপ্ন দিয়ে তৈরি। আমি এখন এখানে। যেখানে আমার থাকার কথা সেখানে আমি ফিরে এসেছি।’

ইনস্টাগ্রামে দেওয়া পর্তুগাল তারকার এই পোস্টেই পেলে মন্তব্য করেন, ‘বিশ্ব জয় করে ঘরে ফেরার চেয়ে ভালো অনুভূতি আর হয় না। সবসময় সুখী থাক, ক্রিস্টিয়ানো।’

মঙ্গলবার সকালে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ম্যানইউ। এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রেখে দুই বছরের চুক্তি করেন তিনি।

২০০৯ সালে ইউনাইটেড ছাড়ার পর রিয়াল ও জুভেন্টাসে সব মিলিয়ে ৫৫১টি ক্লাব গোল করেছেন। ক্লাবের সঙ্গে এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী বললেন, এটাই তার ফেরার সঠিক সময়।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়