ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনার অধিনায়ক মিঠুন, দলে আছেন মিরাজ-বিজয়

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ১৩ অক্টোবর ২০২১  
খুলনার অধিনায়ক মিঠুন, দলে আছেন মিরাজ-বিজয়

১৭ অক্টোবর শুরু হচ্ছে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগ। এ লিগ দিয়ে মাঠে গড়াচ্ছে চলতি মৌসুমের ঘরোয়া ক্রিকেট। 

মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা দল সাজিয়েছে। এবারও দলটি শিরোপায় চোখ রেখে মাঠে নামছে। জাতীয় দলে অংশ নিতে   বুধবার সিলেটের উদ্দেশ্যে খুলনা ছেড়েছে খুলনা বিভাগীয় দল। এর আগে ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত খুলনায় অনুশীলন করে শিরোপা প্রত্যাশী দলটি। 

জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে খুলনা। সিলেটের উদ্দেশ্যে রওণা হওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানান কোচ ইমদাদুল বাশার রিপন। তিনি বলেছেন, ‘খুলনা সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। এবারও খুলনার লক্ষ্য শিরোপা। অন্যবারের মতো এবারও আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আমরা সেভাবে খেলতে পারলে টুর্নামেন্ট শেষে কাঙ্খিত ফলাফল পাবো।’

বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার এবার নেই। তারা বিশ্বকাপে অংশ নিচ্ছেন। তারপরও দলকে ভারসাম্যপূর্ণ মনে করছেন কোচ। তিনি বলেছেন, ‘খুলনা দলে সব সময়ই ক্রিকেটাররা আসা যাওয়ার মধ্যে থাকে। তবে যারা আছে তারাও ভালো করার সামর্থ রাখে। আমরা আশাবাদী এই দল নিয়েই আমরা ভালো কিছু করতে পারবো।’

 

খুলনা বিভাগীয় দল: মোহাম্মদ মিঠুন আলী (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, জিয়াউর রহমান জনি, তুষার ইমরান, এনামুল হক বিজয়, নাহিদুল ইসলাম, ইমরানুজ্জামান, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ রায়হান উদ্দিন, মঈনুল ইসলাম সোহেল, আল আমিন হোসেন, মাসুম খান টুটুল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল হালিম ও অমিত মজুমদার।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়