ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অমিত হাসানের প্রথম সেঞ্চুরিতে খেলাঘরের ২২১ রান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৬ মার্চ ২০২২  
অমিত হাসানের প্রথম সেঞ্চুরিতে খেলাঘরের ২২১ রান

শেষ ওভারে সেঞ্চুরি করেন অমিত

সুমন খানের করার ইনিংসের শেষ ওভারের প্রথম বল। মিড উইকেটে খেলে ভোঁ দৌড় দিলেন অমিত হাসান। দুই রান নিয়ে উদযাপন করেন সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার প্রথম একশতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে ২২১ রান করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শেখ জামালের বিপক্ষে ১৩৩ বলে সেঞ্চুরিটি হাঁকান অমিত। বুধবার (১৬ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল খেলাঘর। ওপেনার পিনাক ঘোষ ৪ রান করে সাজঘরে ফিরলে ইনিংসের পঞ্চম ওভারে ক্রিজে আসেন অমিত। থাকেন একেবারে শেষ বল পর্যন্ত। তার সেঞ্চুরির ইনিংসে চার ছিল ১২টি। ১৩৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন অমিত। তার সঙ্গে আব্দুর রশিদ ১ রানে অপরাজিত ছিলেন।

আরো পড়ুন:

অমিত ছাড়া খেলাঘরের আর কারো ব্যাট ঠিকমতো কথা বলেনি। ভারতীয় ব্যাটসম্যান আশোক মানেরিয়া করেন ৩২ রান। ৩০ রান আসে মাসুম খান টুটুলের ব্যাট থেকে। এছাড়া আর কেউ ত্রিশের ঘর পেরোতে পারেননি।

এর আগে ৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা অমিতের কোনো ফিফটিও ছিল না। সর্বোচ্চ ছিল ৪৩ রান। এই ৮ ম্যাচে ১৮.৬৬ গড়ে অমিত করেন ১১২ রান। আজ ছাড়িয়ে গেলেন নিজেকেই। প্রথম ফিফটিকে বানালেন সেঞ্চুরি।

শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাইফ হাসান। ১০ ওভারে ৩৬ রান দিয়ে এই উইকেটগুলো পান তিনি। এ ছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ২ উইকেট।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়