ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

পাকিস্তানের পিচের সমালোচনায় ওয়াহ-হাডিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২৩ মার্চ ২০২২  
পাকিস্তানের পিচের সমালোচনায় ওয়াহ-হাডিন

২৪ বছর পর প্রথমবার পাকিস্তানের মাটিতে খেলছে অস্ট্রেলিয়া। তিন টেস্টের সিরিজে দুই ম্যাচ এরই মধ্যে শেষ, কিন্তু কোনো দল জয়ের দেখা পায়নি। ঐতিহাসিক টেস্ট সিরিজের দুই ম্যাচই নিষ্পত্তিহীন থাকায় পিচ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে, যাতে এবার যুক্ত হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক ওয়াহ এবং প্রাক্তন উইকেটকিপার ব্র্যাড হাডিন।

রাওয়ালপিন্ডিতে ম্যাড়ম্যাড়ে ড্রর পর করাচি টেস্টে অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত প্রতিরোধে ম্যাচ বাঁচায় পাকিস্তান। প্রথম টেস্টের পিচকে আইসিসি ‘গড়পড়তার নিচে’ রেটিং দেয়। তাতে ঐতিহাসিক টেস্ট সিরিজ ঠিক জমেনি।

এক ক্রীড়া অনুষ্ঠানের শো চলাকালে ওয়াহ বলেছেন, ‘পিচগুলো খুবই সাদামাটা, যেখানে দ্রুতগতির বোলাররা শর্ট বল করতে পারে না, সেই পিচগুলো আমি পছন্দ করি না। আর পুরো সিরিজে সেটাই ঘটেছে।’

৫৬ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান এমন উইকেট দেখতে চান, যেখানে ফাস্ট বোলাররা পেস ও বাউন্স দেখতে পাবেন এবং ব্যাট ও বলের সমান লড়াই হবে। ওয়াহ যোগ করেছেন, ‘তিন টেস্ট ম্যাচে ডজনখানেক বাউন্সার, এটা (বাউন্সার) দিয়ে ভয় দেখানো টেস্ট ক্রিকেটের বড় একটি অংশ। পরে রিভার্স সুইং ও স্পিন হয়তো আমরা পাব, কিন্তু এটা ক্রিকেটের জন্য ভালো নয়। এই পিচগুলোতে বাউন্স ও পেস দেখলে ভালো লাগত।’

হাডিনও সায় দিলেন ওয়াহর সঙ্গে। দুই ম্যাচ তার কাছে আকর্ষণীয় মনে হয়নি। তার মতে, এই ধরনের উইকেট শাহীন শাহ আফ্রিদির মতো বোলারদের জন্য ভালো নয়।

হাডিন বলেছেন, ‘প্রথম দুটিতে দেখেছি ফল হয়নি। এটা ম্যাচ দেখাকে আকর্ষণ করেনি। আফ্রিদির মতো বোলারদের ওপর এটা প্রভাব ফেলে, যাদের অন্যতম শক্তি ফাস্ট বোলিং।’

ক্রিকেট ভক্তদের জন্য আরো বেশি চিত্তাকর্ষক করে তুলতে যে ধরনের উইকেটের দাবি তুললেন হাডিন, ‘একটু নিচু উইকেট তৈরি করুন, কিন্তু ঘাস থাকবে অল্প। ক্রিজের দুই প্রান্তে চ্যালেঞ্জ নিতে দিন ফাস্ট বোলারদের। আকর্ষণীয় ক্রিকেট দেখতে আমাদের আরো ভালো পিচ প্রয়োজন।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ