ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে সমান লড়াই চান নিগার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৪ মার্চ ২০২২  
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে সমান লড়াই চান নিগার

প্রতি ম্যাচেই বোলাররা সাফল্যের দেখা পাচ্ছেন। প্রশংসনীয় পারফরম্যান্স করছেন তারা। কিন্তু ব্যাটিংয়ে ভালো ইনিংস ও জুটি না হওয়ার মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ ম্যাচে নামার আগে সেই আক্ষেপ আবারো নতুন করে প্রকাশ করলেন অধিনায়ক নিগার সুলতানা।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ২০৭ রানে আটকে দিয়েও ব্যাটিং দুর্দশায় ১৭৫ রানে গুটিয়ে গিয়ে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত পরের ম্যাচে মাত্র ১৪০ রানে থামে তারা। জবাবে বোলাররা এই অল্প পুঁজি প্রতিহত করার কঠিন চ্যালেঞ্জে সফল হয়নি। ১ উইকেট হারিয়ে জিতে যায় স্বাগতিকরা।

তবে পাকিস্তানের সঙ্গে ২৩৪ রানের চ্যালেঞ্জিং স্কোরের পর বোলারদের নৈপুণ্যে আসে ৯ রানের ঐতিহাসিক জয়। টানা দ্বিতীয় ম্যাচ জেতার সুযোগ এসেছিল ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে আটকে দেওয়ার পর। কিন্তু সেই ব্যাটিং ব্যর্থতা কাল হয়ে দাঁড়াল, হার ৪ রানে। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচেও প্রতিপক্ষকে ২২৯ রানে আটকে দেওয়া বোলারদের সাফল্যই বলা চলে। কিন্তু ব্যাটসম্যানরা পারেননি সুবিধা করতে, ১১০ রানে হার।

এবার বাংলাদেশের সামনে ৬ ম্যাচের সবগুলো জেতা অস্ট্রেলিয়া। এই উড়ন্ত দলটির বিপক্ষে বাংলাদেশের বোলাররা ভালোই করবে আশা নিগারের, কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকেও ভালো পারফরম্যান্স চাওয়া তার। অধিনায়ক বললেন, ‘আমি আগেও বলেছি যে, আমাদের বোলিং ইউনিট অনেক ভালো করছে। যেটা সবচেয়ে বেশি দরকার, ব্যাটিং ক্লিক করা। দেখা যাচ্ছে বোলাররা সব প্রতিপক্ষকে কম রানে আটকানোর চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবে ব্যাটিংয়ে আমরা ওই সমর্থন দিতে পারিনি, এই কারণে টপ অর্ডারে ধস নেমেছে।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে সমান লড়াই চান নিগার, ‘আমাদের সবচেয়ে বড় ভাবনা এখন কীভাবে খেললে ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়াতে পারে। অবশ্যই অস্ট্রেলিয়া শক্ত দল। তারা ভালো করছে। তবু আমরা মনে করি দুই বিভাগে ভালো করলে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারব।'

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সিরিজ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন নারী জাতীয় দলের অধিনায়ক, ‘বাংলাদেশ দল যে পারফরম্যান্স করেছে সেটা অসাধারণ। আমি তাদের অভিনন্দন জানাই। দলের পক্ষ থেকেও শুভকামনা। আমরা নিয়মিত তাদের খেলা অনুসরণ করি।’ ওই জয় অনুপ্রাণিত করবে কি না প্রশ্নে নিগার বললেন, ‘ক্রিকেট অনেক ভালোবাসি। ওই জয় থেকে একটা ইতিবাচক বিষয় তো আমাদের আছেই। ওটা ধরে রেখে ভালো করতে চাই।’

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার ও তার দল।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়