ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

‘একেবারে বিধ্বস্ত’, সাইমন্ডসের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৫ মে ২০২২   আপডেট: ১২:২৭, ১৫ মে ২০২২
‘একেবারে বিধ্বস্ত’, সাইমন্ডসের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া

একটি গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়ান গণমাধ্যম ক্রিকেটডটকম জানিয়েছে, হার্ভি রেঞ্জের দুর্ঘটনাস্থলে কুইন্সল্যান্ড পুলিশ তদন্তে নেমেছে। সাইমন্ডসের মৃত্যুতে গোটা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

শচীন টেন্ডুলকার টুইট করেছেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু আমাদের সবার কাছে হজম করার জন্য মর্মান্তিক সংবাদ। সে শুধু একজন চমৎকার অলরাউন্ডারই ছিল না, মাঠে ছিল উদ্যমী ও প্রাণবন্ত। মুম্বাই ইন্ডিয়ান্সে আমাদের একসঙ্গে দারুণ সময় কাটানোর স্মৃতি আছে। তার আত্মা শান্তি পাক, তার পরিবার ও বন্ধুদের প্রতি রইল সমবেদনা।’

সাইমন্ডসের মৃত্যুতে হরভজন সিং লিখেছেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক মৃত্যুর খবর শুনে হতভম্ব আমি। বড্ড তাড়াতাড়ি চলে গেলে। পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা। বিদেহী আত্মার জন্য প্রার্থনা।’

সাবেক অজি ক্রিকেটার জেসন গিলেস্পি লিখেছেন, ‘জেগে ওঠার পর ভয়াবহ সংবাদ। একেবারে বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু। শান্তিতে ঘুমাও।’

দুইবারের বিশ্বকাপ জয়ীর সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, ‘আপনার সবচেয়ে বিশ্বস্ত, মজার ও ভালোবাসার বন্ধু যে আপনার জন্য সবকিছু করবে। এটাই রয়।’

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মাইকেল ভন লিখেছেন, ‘সিম্মো... সত্যি মনে হচ্ছে না। শান্তিতে ঘুমাও।’

ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘জেগে উঠেই ভয়ঙ্কর সংবাদ। শান্তিতে ঘুমাও আমার প্রিয় বন্ধু। খুবই হৃদয়বিদারক সংবাদ।’

পাকিস্তানের সাবেক পেস তারকা শোয়েব আখতার লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুর খবর শুনে বিধ্বস্ত। মাঠে ও মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের সঙ্গে চিন্তা ও প্রার্থনা।’

সাইমন্ডস অস্ট্রেলিয়ার সঙ্গে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে খেলেন। ২০০৩ ও ২০০৭ সালে জিতেছেন ৫০ ওভারের বিশ্বাকপ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়