ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমবাপে!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ১৬ মে ২০২২  
সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমবাপে!

কালিয়ান এমবাপে, দল বদলের বাজারের হট কেক। তিনি কি প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) থাকবেন নাকি অন্য কোথাও যোগ দিবেন? ক্লাব ফুটবলের জগতে এটা এখন কোটি টাকার প্রশ্ন। তাকে দলে নিতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেরা এই তারকা কি করবেন?

অবশ্য ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই স্ট্রাইকার। তবে সেটা এখনই প্রকাশ করতে চাচ্ছেন না।

আরো পড়ুন:

ভবিষ্যতের সিদ্ধান্ত সম্পর্কে এমবাপে বলেছেন, ‘আমি আমার ভবিষ্যত সম্পর্কে এখনই বলতে চাচ্ছি না। তবে শিগগিরই আপনারা সেটা জানবেন। ইতোমধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেটা প্রকাশ করার সময় এখন নয়। তবে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’

তিন বছর আগে এমবাপে জানিয়েছিলেন তিনি পিএসজি ছাড়তে চান এবং অন্য ক্লাবে আরও বড় ভূমিকা রাখতে চান। তখনই গুঞ্জন ছড়িয়েছিল যে এমবাপে তার শৈশব-কৈশরের প্রিয় ক্লাব রিয়ালে যোগ দিতে চান।

সেই থেকে রিয়ালকে ঘিরেই গুঞ্জন উড়ছে আকাশে-বাতাশে। এখন দেখার বিষয় ১ জুলাই দল বদল মৌসুম শুরু হওয়ার পর গুঞ্জন সত্যি হয়, নাকি আরও একদফা পিএসজিতেই থেকে যান ফরাসি এই তরুণ তুর্কি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়