ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

পুরুষ-নারী ক্রিকেটারদের পারিশ্রমিকের ব‌্যবধান কমাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ৭ জুলাই ২০২২   আপডেট: ২১:০৮, ৭ জুলাই ২০২২
পুরুষ-নারী ক্রিকেটারদের পারিশ্রমিকের ব‌্যবধান কমাবে বিসিবি

বিশ্বজুড়ে পুরুষ ও নারীদের খেলা এগিয়ে চলছে সমানতালে। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। ছেলেদের পাশাপাশি নারীদের নিয়েও আয়োজন হচ্ছে সবধরনের টুর্নামেন্ট। বাড়ছে দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যাও। তবে পারিশ্রমিকের তুলনা করলে বাংলাদেশের ক্রিকেটে পুরুষের চেয়ে নারীরা অনেক পিছিয়ে। 

সেই ব্যবধানটাই কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

বৃ্হস্পতিবার (৭ জুলাই) জালাল বলেন, 'যেহেতু এটা নিয়ে চিন্তাভাবনার আলাদা বিভাগ আছে, বোর্ডেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা চাইবো তাদের পারিশ্রমিক বাড়ানোর। তাদের কাছাকাছি না গেলেও ব্যবধান কমানো উচিত।' 

সাকিব-তামিমরা সর্বোচ্চ ক্যাটাগরি থেকে ১০ লাখ টাকার বেশি বেতন পান। আর ম্যাচ ফি টেস্টে ৬ লাখ, ওয়ানডেতে ৩ লাখ ও টি-টোয়েন্টিতে পান ২ লাখ টাকা। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে জাহানারা-সালমারা সর্বোচ্চ ক্যাটাগরিতে বেতন পান লাখেরও নিচে (৮০ হাজার)। আর ম্যাচ ফি টেস্টে নির্ধারণ হয়নি, ওয়ানডেতে পান ২৮ হাজার আর টি-টোয়েন্টিতে ১৪ হাজার টাকা। 

এই এক পরিসংখ্যানেই বুঝিয়ে দেয় বাংলাদেশে মেয়েদের ক্রিকেট কতটা পিছিয়ে। সম্প্রতি নিউ জিল্যান্ড ক্রিকেট দুই বিভাগেই সমান পারিশ্রমিক দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। এরপরেই বিসিবির নজরে বিষয়টি আনলে তারা জানায় সমতা আনার চেষ্টা করবে। 

এদিকে জালাল বলছেন মেয়েদের ক্রিকেটের কার্যক্রম আরও বাড়ানো হবে, 'আমরা আশা করছি মেয়েদের ক্রিকেট আরও উন্নতি করবে। আগে থেকে অনেক ভালো করছে। তারা আরও পেশাদার হচ্ছে। আমরা আশা করি আরও হবে। তাদেরও কার্যক্রম বাড়ানো উচিত।'

বিসিবি সভাপতি নাজমুল হাসানের বরাত দিয়ে তিনি আরও বলেন, 'এটা বোর্ড সভাপতি অনেকবার বলেছেন। তিনি এদিকে লক্ষ করেছেন। সমান সমান না হলেও আমরা কাছাকাছি যাতে থাকে বা পার্থক্য কমে সেদিকে লক্ষ রাখবো। বোর্ডেই এটা আলোচনা হবে। বোর্ডে ইতোমধ্যে ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দেওয়া আছে।'

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়