ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাইজুলদের প্রশংসায় ভাসালেন তামিম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৭ জুলাই ২০২২   আপডেট: ১২:৩৯, ১৭ জুলাই ২০২২
তাইজুলদের প্রশংসায় ভাসালেন তামিম

ওয়েস্ট ইন্ডিজে পুরো ওয়ানডে সিরিজে ছিল স্পিনারদের দাপট, যেখানে বাংলাদেশের বোলাররা ছিল এগিয়ে। তিন ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন ৩ স্পিনার। কিন্তু সিরিজের সেরা খেলোয়াড় বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তাই তৃতীয় ম্যাচ শেষে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার কৃতিত্বটা তিনি স্পিনারদের দিতে ভুল করেননি।

প্রথম ম্যাচে ৩৬ রানে ৩ উইকেট নিয়ে সিরিজসেরা হন মেহেদী হাসান মিরাজ। এই সিরিজ দিয়ে ওয়ানডে ক্যাপ পাওয়া নাসুম আহমেদ দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে হন সেরা খেলোয়াড়। আর দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমে বাজিমাত করেন তাইজুল ইসলাম। ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে করেন ক্যারিয়ার সেরা বোলিং।

আরো পড়ুন:

তিন ম্যাচে ১১৭ রান করে সিরিজের সেরা খেলোয়াড় তামিম বললেন, ‘এই সিরিজটাই ছিল স্পিনারদের জন্য। আমার মনে হয়, আমরা তাদের চেয়ে ভালো ছিলাম। এ কারণেই আজকে আমরা এই অবস্থানে আছি।’

সুযোগ পাওয়া প্রত্যেকেই তাদের সেরাটা দেওয়ায় খুশি তামিম। ৪ উইকেটে জয়ের পর তিনি বলেন, ‘আমরা যাকেই সুযোগ দিয়েছি, তারা প্রত্যেকেই সেরা চেষ্টা করেছে। তাইজুল আজকের সেরা উদাহরণ। পুরো সফরে সে আমাদের সঙ্গে ছিল এবং একটি ম্যাচেও সুযোগ পায়নি। প্রত্যেক অনুশীলন সেশনেই সে থাকতো। যখন সে সুযোগ পেলো, তখন নিজেকে প্রমাণ করলো। তার জন্য খুব ভালো লাগছে।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়