ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পিএসজিতে নেইমারের ভবিষ্যৎ নতুন কোচের নিয়ন্ত্রণে নেই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১৭ জুলাই ২০২২  
পিএসজিতে নেইমারের ভবিষ্যৎ নতুন কোচের নিয়ন্ত্রণে নেই

শোনা যাচ্ছে, ভালো প্রস্তাব পেলে নেইমারকে এই মৌসুমে বিক্রি করে দিবে প্যারিস সেন্ট জার্মেই। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্যারিস ছাড়তে রাজি নয়। তবে নতুন কোচের বক্তব্য সম্ভবত হতাশ করলো তাকে।

মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করে সাবেক নিস কোচ ক্রিস্টোফে গ্যালটিয়েরকে নিয়োগ দিয়েছে পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের নতুন এই কোচ পরিষ্কার জানিয়ে দিলেন, ব্রাজিলিয়ানের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব।

লে’কিপকে গ্যালটিয়ের বলেছেন, ‘হ্যাঁ, আমি পরিষ্কার। আমি আবারও বলছি, এই ব্যাপারে এবং আরও অনেক বিষয় আছে যেগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারি না।’

পিএসজির কোচ জানালেন, দলে খেলোয়াড়দের তালিকা অনেক লম্বা। নতুন মৌসুমে একটু কাটছাঁট করতে চান। 

গ্যালটিয়ের বললেন, ‘গোলকিপার বাদে আমাদের ২৬ কিংবা ২৭ খেলোয়াড় আছে। এটা অনেক। আমরা এই মৌসুম শুরু করবো ২১ আউটফিল্ড খেলোয়াড়দের নিয়ে এবং কিছু তরুণ খেলোয়াড় থাকবে। ’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়