ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা কী খেলে, তামিমের মেয়ের উত্তর- ফুটবল!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৯ জুলাই ২০২২   আপডেট: ১৬:৪১, ১৯ জুলাই ২০২২
বাবা কী খেলে, তামিমের মেয়ের উত্তর- ফুটবল!

ফুটবল খেলেন তামিম ইকবাল? তার ছোট্ট মেয়ে আলিশবা ইকবাল খানের উত্তর তো তাই-ই। 

মঙ্গলবার দুপুরে একটি ভিডিও পোস্ট করেন তামিম। সেখানেই ওয়নাডে অধিনায়কের মেয়ে আলিশবা জানায়, তার বাবা ফুটবল খেলে।

আরো পড়ুন:

খেলার ছলে আলিশবাকে তার মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ‘তোমার বাবা কী খেলে?’ মেয়ের সোজাসুজি উত্তর, ‘ফুটবল।’

তামিমের মেয়ে আলিশবার জন্ম ২০১৯ সালের নভেম্বরে। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম ছেলে সন্তানের বাবা হন বাঁহাতি ওপেনার। ছেলের নাম আরহাম ইকবাল খান।

আড়াই বছরের আলিশবার ভিডিওটি বেশ সাড়া ফেলে নেটিজেনদের মধ্যে। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় লাখখানেক প্রতিক্রিয়া পড়েছে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়ে সফল হন তামিম। স্বাগতিকদের ৩-০ তে হোয়াইটওয়াশ করে তার দল। তৃতীয় ও শেষ ম্যাচ শেষে ঘোষণা দেন, টি-টোয়েন্টিতে আর খেলবেন না তিনি। দুই ধাপে দল ফিরলেও আপাতত দেশে আসছেন না তামিম। লন্ডনে ছুটি কাটাবেন, তারপর দেশে ফিরে জিম্বাবুয়েতে রওনা হবেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়