ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলকে ‘না’ তামিমের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ১৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:১৭, ১৭ নভেম্বর ২০২৫
বিপিএলকে ‘না’ তামিমের

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের মাঠে নামার কোনো সম্ভাবনাই নেই। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে গুডবাই তিনি বলেননি। তবে খেলার মতো অবস্থাতেও নেই।

সম্প্রতি তিনি কেবল আলোচনায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে। যেখানে ক্রিকেট বোর্ডের পরিচলক পদে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু ‘নোংরা পরিবেশের’ অভিযোগ তুলে সেই নির্বাচনও বয়কট করেন।

আরো পড়ুন:

তখন আবার মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু নানামুখী কাজে ব্যস্ত তামিমের আর মাঠে ফেরার সুযোগটি হয়নি। ফলে আসন্ন বিপিএলে তাকে দেখা যাবে না নিশ্চিত হয়েই ছিল সমর্থকরা। তবুও আনুষ্ঠানিকতার প্রয়োজন ছিল।

সেই কাজটাও সেরে ফেললেন তামিম। গণমাধ্যমে জানিয়েছেন, বিপিএলে তিনি থাকছেন না। নিলাম থেকে নাম সরিয়ে দেওয়ার জন্য বিসিবিকে অনুরোধ করেছেন তিনি।

তার ভাষ্য, ‘‘যেহেতু আমার কোনো সম্ভাবনা নেই, মাঠে ফেরার সুযোগ নেই তাই নিলামে নাম তোলার কোনো কারণ দেখি না। এজন্য নিলাম থেকে নাম সরিয়ে নিতে বলেছি।’’

আগামী ২৩ নভেম্বর বিপিএলের নিলাম হবে রাজধানীর একটি হোটেলে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়