ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেটিংয়ের বিজ্ঞাপনে সাকিব, কারণ দর্শাও নোটিশ দিচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৪ আগস্ট ২০২২   আপডেট: ১৯:৫৪, ৪ আগস্ট ২০২২
বেটিংয়ের বিজ্ঞাপনে সাকিব, কারণ দর্শাও নোটিশ দিচ্ছে বিসিবি

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এ ঘোষণা নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেন বাঁহাতি অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই চুক্তির বিষয়ে তার বক্তব্য জানতে চাইবে। ঘটনা সত্যি হলে তাকে নোটিশ পাঠানো হবে বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান।

বৃ্হস্পতিবার বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে সাকিবের এমন কর্মকাণ্ডে উষ্মা প্রকাশ করেন নাজমুল হাসান। পরিষ্কার জানিয়েছেন, এ বিষয়ে বোর্ড ছাড় দেবে না। তবে আগে সাকিবের কথা শুনবে বোর্ড। এরপরই সিদ্ধান্ত। 

বিসিবি সভাপতি বলেন, ‘এখানে দুইটা ব্যাপার আছে। প্রথমত, আমাদের অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, আমরা অনুমতি দেবোই না। দিস ইজ নম্বর ওয়ান, বেটিং সংক্রান্ত কিছু হয়ে থাকলে অনুমতি দেবোই না। এটার মানে হচ্ছে, আমাদের কাছে অনুমতি চায়নি। দুই নম্বর ব্যাপার হচ্ছে, আদৌ চুক্তি করেছে কি না, এটাও তো আমার জানতে হবে।’ 

বিসিবি নিজ থেকে এ বিষয়ে আগে তদন্ত করবে। বিসিবির লিগ্যাল বিভাগ সাকিবের চুক্তি সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইবে। তদন্তে তার ভুল পেলে বিসিবি তাকে নোটিশ করবে। নাজমুল হাসান সাফ বলেছেন, ‘আজকের মিটিংয়ে এই কথাটা উঠেছিল। আমরা বলেছি যে, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, এটা কীভাবে হয়! তাড়াতাড়ি এটা বের করো যে এটা আসলেই হয়েছে কি না। হলে অনতিবিলম্বে জানতে চাও। নোটিশ সার্ভ করা হবে, এটা কীভাবে সম্ভব। এটা তো বোর্ড কোনোভাবেই মেনে নেবে না। বেটিংয়ের সঙ্গে এটার কোনোরকম, কোনোকিছুর সংযুক্ত থাকে, এটা বোর্ড কখনোই গ্রহণ করবে না। এটা অলরেডি আমরা বলেছি।’

মঙ্গলবার রাতে সাকিব ফেসবুকে বেট নিউজের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপের ঘোষণা দিয়ে লেখেন, 'প্রিয় ভক্তরা। বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’ সাকিব আরও লেখেন, 'বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।'

ক্রিকেট বোর্ড বেটিং সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবয়াসিক চুক্তিতে যেতে পারে না। শুধু ক্রিকেট বোর্ড কেন, বাংলাদেশের আইনেও বেটিং সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে সাকিব যদি বেটিং সাইটের সঙ্গে চুক্তি করেই থাকেন তাহলে বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে, জানতে চাইলে নাজমুল হাসান বলেছেন, ‘এটা তো শুধু ক্রিকেট বোর্ড নয়, বাংলাদেশের আইনেও অনুমতি নেই। আমাদের দেশের আইন এটা অনুমোদন দেয় না। এটা তো অবশ্যই সিরিয়াস ইস্যু। এজন্যই একেবারে একটা ফেইসবুক বা পোস্টিংয়ের ওপর নির্ভর না করে আমাদের তদন্ত করতে হবে। খুঁজে দেখতে হবে আসলে কী হয়েছে। এটা সত্যি হয়ে থাকলে বোর্ডের যা যা করার, অবশ্যই বোর্ড করবে।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়