ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ ওয়ানডেতে জিতবে বাংলাদেশ?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৯ আগস্ট ২০২২   আপডেট: ১২:১৫, ১০ আগস্ট ২০২২
শেষ ওয়ানডেতে জিতবে বাংলাদেশ?

টানা ১৯ ম্যাচ জয়ের পর ওয়ানডেতে প্রথমবার জিম্বাবুয়ের কাছে হার। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারের ক্ষত যেন আরও যন্ত্রণাময় হয়ে উঠলো দ্বিতীয় ম্যাচেও হার। ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ জয়। এবার তাদের চোখ হোয়াইটওয়াশে, যা বিরল। ২০০১ সালের নভেম্বরে শেষবার বাংলাদেশকে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে হারায় জিম্বাবুয়ানরা। এবারও কি সেই দুর্ভাগ্য ফিরে আসছে বহু বছর পর? বিসিবির উপদেষ্টা কোচ নাজমুল আবেদীন ফাহিমের বিশ্বাস, এই ম্যাচ জিততে পারে বাংলাদেশ।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন ফাহিম। জেতার জন্য দলকে পরামর্শ দিয়েছেন নিজেদের মতো করে খেলার। বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’-এর সঙ্গে এক আলাপচারিতায় এই কথা বলেন তিনি, ‘কালকে যদি আমরা আমাদের মতো খেলি, তাহলে জিততে পারি। আমরা কিন্তু আমাদের মতো খেলছি না। আমরা নিজেদের মেলে ধরছি না, আমরা নিজেদের গুটিয়ে রেখেছি। আমাদের ফিফটি ওভারের ক্রিকেট নিয়ে যে অহংকারবোধ আছে, সেটা জাগানো দরকার। এটার দায়িত্ব টিম ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট যদি সেটা জাগাতে পারে, অধিনায়ক যদি জাগাতে পারে তাহলে আমাদের সক্ষমতা আছে জিম্বাবুয়েকে হারানোর।’

আরো পড়ুন:

এই ম্যাচ জিতলে অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তি দেখতে পাচ্ছেন ফাহিম, ‘শেষ ম্যাচে যদি আমরা ভালো খেলে জিম্বাবুয়েকে হারাতে পারি, তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করবো আমরা যা হারিয়েছি, হয়তো সিরিজ হেরে গেছি, কিন্তু আমরা যা হারিয়েছি, তার অনেকটাই আমরা ফিরে পাবো।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়