ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিভারপুলের বিপক্ষে রোনালদোকে বাদ দিতে বললেন রুনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২১ আগস্ট ২০২২  
লিভারপুলের বিপক্ষে রোনালদোকে বাদ দিতে বললেন রুনি

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো অশান্তিতে, তার প্রভাব পড়ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমেও। চ্যাম্পিয়নস লিগ খেলার আকাঙ্ক্ষা নিয়ে তিনি ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চাইলেও পারছেন না। এদিকে ম্যানচেস্টারের ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম দুটি ম্যাচই হেরে গেছে। ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে হেরে ৩০ বছরে প্রথমবার পয়েন্ট টেবিলের একেবারে শেষে তারা। সোমবার লিভারপুলের বিপক্ষে বড় ম্যাচে রোনালদোকে বাদ দেওয়ার দাবি জানালেন তারই সাবেক ক্লাব সতীর্থ ওয়েন রুনি।

লিভারপুলের বিপক্ষে মাঠে ‘শক্তি’ যেন পায় ম্যানইউ, সেদিকে রুনি মনোযোগ দিতে বললেন কোচ এরিক টেন হ্যাগকে। এজন্য যদি রোনালদোকে বাদ দেওয়ার প্রয়োজন হয়, সেটাই করতে বললেন দ্য ডি.সি. ইউনাইটেড কোচ।

আরো পড়ুন:

দ্য টাইমসকে ম্যানইউর সর্বকালের রেকর্ড গোলদাতা বলেছেন, ‘আমি হলে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলাতাম না। আমি যদি টেন হ্যাগের জায়গায় থাকতাম আমার প্রধান চিন্তা হতো মাঠে শক্তি ফিরিয়ে আনা এবং একজন ৯ নম্বরকে নিযুক্ত করতে পারার ব্যর্থতার কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোনালদোর ওপর নির্ভরশীল ছিল ইউনাইটেড, এমনকি সে দলের সঙ্গে যথেষ্ট অনুশীলন করেনি।’

এরপরই রোনালদোকে বাদ দেওয়ার দাবি জানান রুনি, ‘তাকে দেখে মনে হচ্ছিল, ম্যাচের জন্য ফিট হতে তার সময় প্রয়োজন। টেন হ্যাগের তার দলের কাছ থেকে শক্তি প্রয়োজন এবং সেটা হতে পারে রোনালদোকে বাদ দিয়ে।’   

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়