ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউরোপের বর্ষসেরা বেনজেমা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৭, ২৫ আগস্ট ২০২২   আপডেট: ২৩:৫৫, ২৫ আগস্ট ২০২২
ইউরোপের বর্ষসেরা বেনজেমা

করিম বেনজেমার সেরা মৌসুম ছিল গতবার। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে দারুণ অবদান রেখে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতান। এমন সাফল্যের স্বীকৃতি যে ঠিকই পাবেন, তা নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়। হলোও তাই। প্রত্যাশিতভাবে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হলেন ফরাসি ফরোয়ার্ড। তিনি হারিয়েছেন ক্লাব সতীর্থ থিবো কোর্তোয়া ও ম্যানসিটির কেভিন ডি ব্রুইনাকে। প্রথমবার এই পুরস্কার জিতলেন পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এই তারকা।

বেনজেমা চ্যাম্পিয়নস লিগে করেছেন ১৫ গোল। পিএসজি ও চেলসির বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক, ম্যানসিটির বিপক্ষে নকআউটে হোম ও অ্যাওয়ে ম্যাচেও করেছেন গুরুত্বপূর্ণ গোল। এছাড়া লা লিগায় ২৭ গোল ও ১২টি অ্যাসিস্ট তার। 

আরো পড়ুন:

মেয়েদের বর্ষসেরা কোচ হয়েছেন ইংল্যান্ডের সারিনা ভিয়েগম্যান। আর বর্ষসেরা পুরুষ কোচ প্রত্যাশিতভাবে রিয়ালের কার্লো আনচেলত্তি। স্প্যানিশ জায়ান্টদের ১৪তম ও নিজের চতুর্থ চ্যাম্পিয়নস লিগ জেতেন এই ইতালিয়ান কোচ। মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার আলেক্সিয়া পুতেল্লাস।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়