ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইউরো ২০২৪-এ চোখ রোনালদোর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:২১, ২২ সেপ্টেম্বর ২০২২
ইউরো ২০২৪-এ চোখ রোনালদোর

যারা মনে করছেন এই বিশ্বকাপ খেলেই ফুটবলকে বিদায় বললেন ক্রিস্টিয়ানো রোনালদো, তাদের উদ্দেশ্য করে পর্তুগাল অধিনায়ক বললেন, ‘পথ এখনও শেষ হয়ে যায়নি।’

২০২৪ সালের ইউরোতেও খেলার আকাঙ্ক্ষা জানালেন পাঁচবারের ব্যালণ ডি’অর জয়ী। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হওয়ায় তার সম্মানে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।

দেশের সেরা স্কোরারের স্বীকৃতিতে রোনালদো বলেছেন, ‘দেশের সেরা স্কোরারের পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমি কখনও ভাবিনি, একদিন এটা অর্জন করবো। আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সবাইকে ধন্যবাদ। এটা ছিল লম্বা রাস্তা। কিন্তু আমি বলতে চাই, আমার রাস্তা এখনও শেষ হয়ে যায়নি। ক্রিসের (রোনালদো) কাছ থেকে আরেকটু বোঝা নিতে হবে।’

২০০৩ সালে পর্তুগালে অভিষেক হওয়ার পর থেকে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ১৮৯ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১১৭ গোল। পেছনে ফেলেছেন সাবেক সর্বোচ্চ গোলদাতা ইরানি স্ট্রাইকার আলী দাইয়িকে।

পর্তুগালের ২০১৬ সালের ইউরো ও ২০১৯ সালের নেশনস লিগ জয়ে নেতৃত্ব দিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘আরও কয়েক বছর ফেডারেশনের সঙ্গে থাকতে চাই। এখনও আমি উজ্জীবিত, আমার উচ্চ আকাঙ্ক্ষা এখনও আছে। আমি তরুণদের নিয়ে গড়া একটি দলে আছি। এই বিশ্বকাপ এবং ইউরোপিয়ান কাপেও থাকতে চাই। সঠিক পথে আমি সেই পর্যন্ত যাচ্ছি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়