ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারত-দ. আফ্রিকা ম্যাচে সাপের হানা, খেলা বন্ধ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:৩০, ৩ অক্টোবর ২০২২
ভারত-দ. আফ্রিকা ম্যাচে সাপের হানা, খেলা বন্ধ

ক্রিকেট ম্যাচে হঠাৎ কুকুর কিংবা অন্য প্রাণী প্রবেশ করা পরিচিত দৃশ্য। কখনো কখনো অনাহুত দর্শকের প্রবেশেও সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ হয়। তবে রোববার (০২ অক্টোবর) গৌহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত-দ. আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হঠাৎ বন্ধ হয়ে যায় সাপের আগমনে।

তখন কেবল সপ্তম ওভারের খেলা শেষ হয়েছে। আগে ব্যাট করতে নামা ভারত বিনা উইকেটে ৬৮ রান তোলে। হঠাৎ মাঠে প্রবেশ করে সাপ। তাতে করে খেলা বন্ধ হয়ে যায়।

লোকেশ রাহুল তো এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। তাকে কিছুটা ভীত-সন্ত্রস্তও মনে হয়েছিল। অন্যদিকে উইকেটের পেছনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে মিট মিট করে হাসছিলেন কুইন্টন ডি কক। গ্রাউন্ড স্টাফরা সাপের পেছন পেছন ছুটছিলেন সেটাকে ধরতে।

অবশ্য এখানে যে সাপের উপদ্রপ স্বাভাবিক ব্যাপার। কারণ, সাপ প্রবেশ করার পর পরই গ্রাউন্ড স্টাফরা সাপ ধরার যন্ত্র নিয়ে মাঠে প্রবেশ করেন। অর্থাৎ তারা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন।

অবশ্য হার্শা ভোগলের টুইট থেকে জানা যায় এদিন একটি নয়, মাঠে প্রবেশ করেছিল দুটি সাপ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়