ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে আসছেন না জাদেজা, ‘এ’ দলও ঘোষণা করলো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২৪ নভেম্বর ২০২২   আপডেট: ১৫:২১, ২৪ নভেম্বর ২০২২
বাংলাদেশে আসছেন না জাদেজা, ‘এ’ দলও ঘোষণা করলো ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি রবীন্দ্রর জাদেজা। গত সেপ্টেম্বরে তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল। ডিসেম্বরে বাংলাদেশ সফর দিয়ে মাঠে ফেরার কথা ছিল। এজন‌্য ওয়ানডে এবং টেস্ট দুই ফরম‌্যাটের দলেই তাকে রাখা হয়েছিল।

কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে এই সফরে পাচ্ছে না ভারত। এদিকে বাংলাদেশে সফরের জন‌্য ‘এ’ দলও ঘোষণা করেছে ভারত। যেখানে ডাক পেয়েছেন রোহান কুন্নুমাল, যশ ধুল ও যশস্বী জয়সওয়াল।

আরো পড়ুন:

ঘরোয়া ক্রিকেটে তাদের দুর্দান্ত ফর্মের কারণে তাদের ‘এ’ দলে সুযোগ দেওয়া হয়েছে। সিলেট ও কক্সবাজারে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম‌্যাচ খেলবে ভারত ‘এ’ দল।

কেরালার কুন্নুমাল এবারই প্রথম প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। নয় ম‌্যাচে এরই মধ‌্যে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ধুল ও ওপেনার জয়সওয়াল বেশ প্রতিশ্রুতিশীল। রঞ্জি ও দীলিপ ট্রফিতে ভালো পারফর্ম করে বাংলাদেশ সফরের টিকিট পেয়েছেন তারা।

বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ইশ্বরন। ২৯ নভেম্বর কক্সবাজারে এবং ৬ ডিসেম্বর সিলেটে দুই দলের দুইটি চারদিনের ম‌্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের টেস্ট দলে থাকা চেতেশ্বর পূজারা ও উমেশ যাদবও ‘এ’ দলে আছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ‌্যাম্পিয়নশিপের দুই ম‌্যাচ খেলার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করছেন না তারা।

ভারত ‘এ’ দল:
অভিমন্যু ইশ্বরন, রোহান কুন্নুমাল, যশস্বী জয়সওয়াল, যশ ধুল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদ্বীপ সাইনি ও অতীত শ্বেত এবং চেতেশ্বর পূজারা*, উমেশ যাদব* ও কেএস ভারত*।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়