ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লুসাইলে মেসি জাদুর সাক্ষী রেকর্ড দর্শক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২৭ নভেম্বর ২০২২   আপডেট: ১৩:৪৬, ২৭ নভেম্বর ২০২২
লুসাইলে মেসি জাদুর সাক্ষী রেকর্ড দর্শক

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার মরণপণ গ্রুপ ম্যাচ দেখতে লুসাইল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রেকর্ড পরিমাণ দর্শক। 

১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর দ্বিতীয় সর্বোচ্চ দর্শকদের উপস্থিতি ছিল গত শনিবার। আর্জেন্টাইন দর্শকদের হতাশ করেননি লিওনেল মেসি। একটি গোল করে ও আরেকটি বানিয়ে দিয়েছেন।

ফিফা টুইট করে জানায়, এই ম্যাচে ৮৮,৯৬৬ জন দর্শক উপস্থিত ছিলেন। ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতি।

উজ্জীবিত পারফরম্যান্সে মেক্সিকো প্রথমার্ধে রুখে দিয়েছিল আর্জেন্টিনাকে। কিন্তু মেসি ৬৪ মিনিটে গোলমুখ খুলে গ্যালারিতে আনন্দের বন্যা বয়ে দেন। এরপর ২১ বছর বয়সী এনজো ফার্নান্দেজ বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে ৮৭ মিনিটে করেন দ্বিতীয় গোল, যাতে অ্যাসিস্ট ছিল মেসির।

তাতে করে ১৯৯৬ সালের পর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে একই ম্যাচে গোল করা ও অ্যাসিস্টের রেকর্ড গড়েন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। একই ম্যাচে গোল করা ও বানিয়ে দেওয়া বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও মেসি, ২০০৬ সালে সার্বিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন।  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়