ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘তোমার ইনজুরি নিয়ে উদযাপনই বলে দেয় আমরা কোথায় নেমেছি?’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ১৬:০৪, ২৮ নভেম্বর ২০২২
‘তোমার ইনজুরি নিয়ে উদযাপনই বলে দেয় আমরা কোথায় নেমেছি?’

বিশ্বকাপে এক ম্যাচ খেলেই মাঠের বাইরে যেতে হলো নেইমারকে। গোড়ালির চোটে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান সুপারস্টার। গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন তিনি। তবে চোটের কারণে যেমন সমবেদনা পাচ্ছেন, তেমনই মিলছে কঠোর সমালোচনা। তবে ব্রাজিলের সবশেষ বিশ্বজয়ী ফরোয়ার্ড রোনালদো নেইমারের এই কঠিন সময়ে সাহস যোগাতে সোশ্যাল মিডিয়ায় তাকে খোলা চিঠি লিখেছেন।

২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো রোনালদো লিখেছেন, ‘অন্য কোনোভাবে আমি এই খোলা চিঠি লেখা শুরু করতে পারছি না। তুমি দুর্দান্ত নেইমার! জায়ান্ট। আমি নিশ্চিত আমার মতো বেশিরভাগ ব্রাজিলিয়ান তোমার প্রশংসা করে ও তোমাকে ভালোবাসে। তোমার প্রতিভা তোমাকে এতদূর নিয়ে এসেছে, এত উঁচুতে তুলেছে যে বিশ্বের প্রতিটি কোনায় তোমার জন্য রয়েছে ভালোবাসা ও প্রশংসা।’

তিনি আরও লিখেছেন, ‘যেখানে তুমি পৌঁছেছ, যে সাফল্য অর্জন করেছ সেটার জন্যই তোমাকে এত হিংসা ও মন্দের মোকাবিলা করতে হচ্ছে। তোমার মতো একজন তারকার ইনজুরি নিয়ে উদযাপনই বলে দেয় আমরা কোথায় নেমেছি? এটা কোন দুনিয়া? আমরা আমাদের তরুণদের কাছে কী বার্তা দিচ্ছি? তোমার বিরুদ্ধে কথা বলার লোক সবসময় থাকবে। কিন্তু এই সমাজে অসহিষ্ণুতাকে যেভাবে স্বাভাবিক করে তোলা হচ্ছে এবং বিদ্বেষী মন্তব্যকে সাধারণভাবে দেখা হচ্ছে, সেটা সত্যিই দুঃখজনক।’

রোনালদো আরও লিখেছেন, ‘এই মৌখিক সহিংসতার বিরুদ্ধে আজ আমি জোরালোভাবে লিখছি: শক্তিশালী হয়ে ফিরে এসো, আরও দারুণভাবে। গোলের ক্ষুধা নিয়ে। তোমার দিকে যে হিংসাত্মক কথাবার্তা ছুটেছে তার চেয়েও বেশি ভালো কাজ করেছ তুমি মাঠে ও মাঠের বাইরে। যে পথচলা তোমাকে বিশ্ব ফুটবল আইডল বানিয়েছে, সেটার কথা এক সেকেন্ডের জন্যও ভুলে যাবে না। ব্রাজিল তোমাকে ভালোবাসে। সত্যিকারের ভক্তরা তোমার গোল, ড্রিবলিং, সাহসিকতা ও আনন্দ দেখতে চায়। কাপুরুষ ও হিংসুকদের গুরুত্ব দিও না। তোমার দেশের বেশিরভাগ মানুষের যে ভালোবাসা, তা উদযাপন করো। তুমি ঘুরে দাঁড়াবে নেইমার। এবং সব ঘৃণা জ্বালানিতে রূপ নেবে।’ 

তিনি আরও লিখেন, 'তোমার গোল, ড্রিবল, সাহসিকতা ও আনন্দ করাটাই দেখতে চায় সত্যিকারের সমর্থকরা। হিংসুক আর কাপুরুষদের গুরুত্ব দিও না। দেশের বেশিরভাগ মানুষ তোমাকে যে ভালোবাসা দিচ্ছে সেটা উদযাপন করো। তুমি দাপটের সঙ্গে ফিরে আসবে'।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়