ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেইমারকে ফাউল করা বন্ধ করতে বললেন তিতে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ১৮:৫৭, ২৮ নভেম্বর ২০২২
নেইমারকে ফাউল করা বন্ধ করতে বললেন তিতে

কয়েক ঘণ্টা পরই ব্রাজিল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এ ম্যাচে ব্রাজিল জিতলেই নিশ্চিত করবে প্রি-কোয়ার্টার রাউন্ড। তবে তিতের দল ম্যাচে পাচ্ছে না সুপারস্টার নেইমারকে। সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে নেইমার ফাউলের শিকার হন। ডানপায়ের গোড়ালি মচকে যাওয়ায় নেইমারকে থাকতে হবে দর্শক সারিতে।

শুধু এই ম্যাচেই নয়, নেইমার খেলতে পারবেন না গ্রুপপর্বের শেষ ম্যাচও। ব্রাজিল কেবল পরের রাউন্ডে গেলেই পাওয়া যাবে নেইমারকে। নেইমারকে বারবার ফাউল করায় বিরক্ত কোচ তিতেও। লুসাইল স্টেডিয়ামে সে ম্যাচে সার্বিয়ার করা ১২টি ফাউলের নয়টিই করা হয় নেইমারকে। যা এবারের বিশ্বকাপে একজন খেলোয়াড়ের বিপক্ষে সর্বোচ্চ।

আরো পড়ুন:

শুধু তাই নয় ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মোট ৫৩ বার নেইমারকে ফাউল করা হয়েছে। যা সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। দলের সেরা ফুটবলের ওপর এমন আক্রমণে তিতে বিরক্ত। এজন্য নেইমারকে ফাউল করা বন্ধ করতে বলেছেন তিতে। একই সঙ্গে মাঠে নেইমারের ওপর আলাদা করে নজর রাখার কথাও বলেছেন তিনি। তিতে বলেছেন, ‘এটা সত্যিই বন্ধ করা প্রয়োজন (নেইমারকে ফাউল)। আপনারা যদি সত্যিই সত্যিকারের ফুটবল উপভোগ করতে চান তাহলে এই ধরণের ফাউলে আপনাকে মনোযোগী হতে হবে। বিশেষ খেলোয়াড়ের দিকে নজর রাখতে হবে। এতে নিশ্চিতভাবেই প্রভাব পড়বে। এটা বন্ধ করা জরুরি।’

ম্যাচের ৬৭ মিনিটে নেইমার গোড়ালিতে ব্যথা পান। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গেলেও ১২ মিনিট পর তাকে উঠিয়ে নেন তিতে। কোচ জানান, চোটের গভীরতা প্রাথমিকভাবে টের পাননি তিনি, ‘ আমি একটা ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি এবং সেটা আমি সবার সামনে স্বীকার করতে চাই। সে ইনজুরড ছিল, আমি বুঝতে পারিনি সে চোট পেয়েছে, আমরা সেই তথ্য পাইনি।’

বাছাইপর্বের পর নেইমারকে পাওয়া যাবে বলে বিশ্বাস করেন তিতে, ‘আশা করছি নেইমার ভালোভাবে ফিরে আসবে। শুধু নেইমার নন, দানিলোকেও পাওয়ার আশা আমাদের। দুজনকেই আমরা বিশ্বকাপে পাবো।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়