ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইংল্যান্ড ক্যাম্পে ভাইরাসের হানায় স্টোকসসহ অসুস্থ ১৪

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৩০ নভেম্বর ২০২২   আপডেট: ১৫:১৮, ৩০ নভেম্বর ২০২২
ইংল্যান্ড ক্যাম্পে ভাইরাসের হানায় স্টোকসসহ অসুস্থ ১৪

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে ইংল্যান্ড স্কোয়াডে ভাইরাস হানা দিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, অধিনায়ক বেন স্টোকসসহ খেলোয়াড় ও কোচদের বহরের অসুস্থ ১৪ জনকে হোটেলে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

১৬ জনের স্কোয়ার্ডের অর্ধেক ক্রিকেটার পেটের সমস্যায় ভুগছেন। বিভিন্ন সূত্রে গণমাধ্যম জানায়, ভাইরাল ‘ফুড পয়জনিংয়ে’ আক্রান্ত হয়েছেন তারা। আশা করা হচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে সবাই সুস্থ হয়ে যাবেন। স্টোকসকে সুস্থ হওয়ার সময় দিতে দুই দলের অধিনায়কের ট্রফি উন্মোচনও স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন:

ল্যাঙ্কাশায়ারের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের টেস্ট অভিষেক হচ্ছে। ওপেনার বেন ডাকেটকে ছয় বছরে প্রথম টেস্ট খেলার জন্য ডাকা হয়েছে।

বুধবার ঐচ্ছিক অনুশীলনে মাত্র ৫ জন অংশ নেন। জো রুট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ওলি পোপ ও কিটন জেনিংস অনুশীলন গ্রাউন্ডে ছিলেন। উপস্থিত ছিলেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

১৭ বছরে প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড। এর আগে সেপ্টেম্বর-অক্টোবরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা এবং ৪-৩ ব্যবধানে সিরিজ জেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়