ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেঞ্চুরির পথে জাকির, শান্তর ফিফটিতে জবাব দিচ্ছে ‘এ’ দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ১ ডিসেম্বর ২০২২  
সেঞ্চুরির পথে জাকির, শান্তর ফিফটিতে জবাব দিচ্ছে ‘এ’ দল

ভারত ‘এ’ দলের বিশাল লিডের বিপরীতে ব‌্যাটিংয়ে নেমে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর ব‌্যাটে জবাব দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। 

জাকির সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন। শান্ত তুলেছেন ফিফটি। স্বাগতিকদের করা ১১২ রানের জবাবে ভারত ৫ উইকেটে ৪৬৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। ৩৫৩ রানের লিড পায় অতিথিরা। 

আরো পড়ুন:

৫ উইকেটে ৪০৪ রানে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। প্রথম ঘণ্টার পর স্কোরবোর্ডে ৬১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে তারা। তিলক ভার্মা ৩৩ ও উমেন্দ্র যাদব ৭১ রানে অপরাজিত থাকেন। 

পিছিয়ে থেকে ব‌্যাটিংয়ে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৭১ রান জমা করে। ওপেনার মাহমুদুল হাসান জয় ৮৮ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন জাকির ও শান্ত। ১০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান দুই বাঁহাতি ব‌্যাটসম‌্যান। 

জাকির ১৭৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮১ রান করেন। শান্ত ১২৪ বলে ৭ বাউন্ডারিতে ৫৬ রানের ইনিংসটি সাজান। সব মিলিয়ে বাংলাদেশের রান ১ উইকেটে ১৭২। ১৮১ রানে এখনও পিছিয়ে আছে স্বাগতিকরা। ম‌্যাচ ড্র করতে হলে শুক্রবার শেষ দিনে স্বাগতিক ব‌্যাটসম‌্যানদের কঠিন পরীক্ষা দিতে হবে।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়