ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলে খেলতে ৬ বাংলাদেশি ক্রিকেটারের নাম নিবন্ধন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২১, ২ ডিসেম্বর ২০২২  
আইপিএলে খেলতে ৬ বাংলাদেশি ক্রিকেটারের নাম নিবন্ধন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে অংশগ্রহণ করতে ৬ বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।

৩০ নভেম্বর নাম নিবন্ধনের শেষ সময় ছিল। সব মিলিয়ে ৯৯১ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন যেখানে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৭১৪ জন। ভারতের বাইরের ক্রিকেটার আছেন ২২৭ জন।

আরো পড়ুন:

নিবন্ধিত ক্রিকেটারদের মধ‌্যে থেকে ফ্রাঞ্চাইজিদের আগ্রহ আছে এমন ক্রিকেটারদের বেছে নিয়ে আরেকটি তালিকা করা হবে। সেই ক্রিকেটারদের তোলা হবে নিলামে। এবারের নিলাম হবে ২৩ ডিসেম্বর কোচিতে।

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাশ, শরিফুল ইসলাম ও আফিফ হোসেন আইপিএলে নাম দিয়েছেন বলে জানা গেছে। ষষ্ঠ খেলোয়াড় নাম জানা যায়নি। দিল্লি ক‌্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে রিটেইন করায় তার অংশগ্রহণ নিশ্চিত।

এছাড়া আফগানিস্তান ১৪, অস্ট্রেলিয়া ৫৭, ইংল‌্যান্ড ৩১, আয়ারর‌্যান্ড ৮, নামিবিয়া ৫, নেদারল‌্যান্ডস ৭, নিউ জিল‌্যান্ড ২৭, স্কটল‌্যান্ড ২, দক্ষিণ আফ্রিকা ৫২, শ্রীলঙ্কা ২৩, সংযুক্ত আরব আমিরাত ৬, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ও জিম্বাবুয়ের ৬ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।  

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়