ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে মরক্কো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২ ডিসেম্বর ২০২২  
এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে মরক্কো

ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে তিন যুগ পর শেষ ষোলোতে মরক্কো। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার নকআউট খেলেছিল। ৩৬ বছরের অপেক্ষায় ঘুচিয়ে কাতারেও তারা শেষ ষোলোতে উঠলো গ্রুপসেরা হয়ে। দারুণ এই সাফল্যের পর আরও উঁচুতে তাকিয়ে আফ্রিকান দেশটি।

আগামী ৬ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনকে মোকাবিলা করবে মরক্কো। ৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে তারা। এবার স্পেন বধের চিন্তা। অবশ্য আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেছে মরক্কো, বিশ্বকাপ জয়ের!

কানাডাকে বৃহস্পতিবার ২-১ গোলে হারিয়েছে মরক্কো। দলের ফর্ম দেখে উচ্ছ্বাসে ভাসছেন কোচ ওয়ালিদ রেগরাগুই। মরক্কানরা বিশ্বকাপ জিততে পারে কি না প্রশ্নে তার আত্মবিশ্বাসী জবাব, ‘আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, গ্রুপ পর্ব উতরে যেতে আমরা সবকিছু দিতে চেয়েছিলাম। আমাদের আকাশে ওঠার লক্ষ্য, এখানেই থামছি না আমরা। কিন্তু আমাদের হারানো কঠিন হতে যাচ্ছে। সুতরাং ট্রফি জয়ের স্বপ্ন কেন নয়?’

তিনি আরও বলেন, ‘আমরা একই সময়ে একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। আমরা হারিয়ে যাবো না। যদি ফিট থেকে লড়তে পারি, তাহলে আরও এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আছে।’

দলের তারকা খেলোয়াড় আচরাফ হাকিমি ঊরুর ইনজুরি নিয়ে খেলেছেন। তার এই নিবেদনে মুগ্ধ কোচ। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলো খেলা দলের অংশ হতে পেরে গর্বিত হাকিমি, ‘নকআউটে উঠে আমরা খুব খুশি। আমরা দারুণ করেছি। দলকে অভিনন্দন জানাতে চাই। এটা একটা পরিবার, আমাদের দারুণ মানসিকতা আছে, এই প্রজন্মকে নিয়ে ভালো কিছু করার সময় এসেছে। আমরা ইতিহাসের দাবি রাখি এবং আজ আমরা ইতিহাস গড়লাম। মরক্কোর হয়ে খেলতে পেরে আমি গর্বিত। দেশের হয়ে বড় কিছু করতে পারা আনন্দের।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়