ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩২ রানে অলআউট হয়ে মেয়েদের বিব্রতকর হার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২ ডিসেম্বর ২০২২  
৩২ রানে অলআউট হয়ে মেয়েদের বিব্রতকর হার

ওয়ার্ম আপ ম্যাচে নিউ জিল্যান্ড একাদশকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুই দিন আগে লিংকনে ৭ উইকেটে জয় ম্লান হয়ে গেলো টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। শুক্রবার ক্রাইস্টচার্চে স্বাগতিকদের কাছে ১৩২ রানে হেরেছে বাংলাদেশ। 

১৬৫ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ৩২ রানে। এটিই নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন রান। মাত্র ২ রানের জন্য সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পায়নি বাংলাদেশ। ২০১৮ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়েছিল তারা।

আরো পড়ুন:

হ্যাগলি ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। অধিনায়ক ও ওপেনার সোফি ডিভাইন ও সুজি বেটসের ৮৪ রানের জুটিতে শক্ত ভিত গড়ে তারা। ৪৫ রান করেন ডিভাইন, ৪১ রান আসে সুজির ব্যাটে। এরপর ম্যাডি গ্রিনের অপরাজিত ৩৬ রানে দেড়শ ছাড়ায় স্বাগতিকরা। ৩ উইকেটে ১৬৪ রান করে তারা।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি।

জবাব দিতে নেমে ১৫তম ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশ। একজনও দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। সর্বোচ্চ ৬ রান করেছেন রিতু। সমান সংখ্যক যৌথ সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। লিয়া তাহুহু সর্বোচ্চ ৪ উইকেট নেন। তিনটি পান হেলি জেনসেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়