ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ২০:৪৭, ৭ ডিসেম্বর ২০২২
শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের

১ ম্যাচ হাতে রেখে শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়।

বাংলাদেশ: ২৭১/৭ (৫০ ওভার) 

ভারত: ২৬৬/৯ (৫০) 

ফল: বাংলাদেশ ৫ রানে জয়ী।

টানা দুটি ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে ১ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ রানে জয় পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ অপ্রতিরোধ্য লড়াইয়ে ভারতকে ২৭২ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন ইবাদত-মোস্তাফিজ। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। এরপর আইয়ার-অক্ষরের শতরানের জুটিতে আবার প্রতিরোধ গড়ে। দুজন ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। আইয়ার সর্বোচ্চ ৭৭ রান করেন। ৫৬ রান করেন অক্ষর।

কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান আঙুলে চোট নিয়ে খেলতে নামা রোহিত। ২৭ বলে ফিফটি করে ছিলেন অপরাজিত। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রানের। মোস্তাফিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মাত্র ১ রান নেয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইবাদত। ২ উইকেট করে নেন সাকিব-মিরাজ। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৭ বছর পর সফরে এসে আবারও সিরিজ হারলো তারা। 

রোহিতের ক্যাচ ফেললেন ইবাদত 

রোহিতকে আউটের সহজ সুযোগ হারায় বাংলাদেশ। মাহমুদউল্লাহর ওভারে মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। ফাইনলেগে ইবাদত ধরতে পারেননি সহজ ক্যাচ। জীবন পেয়েই ছয় হাঁকান রোহিত। পরের বলে ফাইন লেগে আবার হাঁকান তিনি। এবার মিস করেন এনামুল হক বিজয়। সেই ওভারে ২০ রান নিয়ে ম্যাচ কাছাকাছি নিয়ে আসেন তিনি। 

সেই রোহিতই বাংলাদেশের হুমকি

ওভারের প্রথম বলেই চাহারকে ফেরান ইবাদত। কিন্তু চোটাক্রান্ত রোহিত যেন সব এলোমেলো করে দিলেন। টানা ২ ছয় ১ চারে নেন ১৮ রান। ভারতের জয়ের জন্য প্রয়োজন ২৪ বলে ৪১ রান। আর বাংলাদেশের প্রয়োজন ২ উইকেট। 

আঙুলে ব্যান্ডেজ নিয়ে ব্যাটিংয়ে রোহিত

ফিল্ডিংয়ের শুরুতেই আঙুলে চোট পান রোহিত শর্মা। মাঠ ছেড়ে যান হাসপাতালে। সেটি স্ক্যান করা হয়েছে। এর মধ্যে দল যখন বিপর্যয়ে তিনি ব্যান্ডেজ নিয়ে ব্যাটিংয়ে নেমে যান। সাকিবের ঘূর্ণিতে শার্দুল ঠাকুর আউট হলে ব্যাটিংয়ে আসেন রোহিত। শার্দুল ২৩ বলে ৭ রান। 

আইয়ার-অক্ষরকে ফিরিয়ে স্বস্তিতে বাংলাদেশ, চাপে ভারত

আইয়ারের পর অক্ষর প্যাটেলও সাজঘরে। ১০৭ রানের জুটি গড়ে পালটা প্রতিরোধ গড়েছিলেন দুজনে। আইয়ারকে ফিরিয়ে ১০৭ রানের জুটি ভাঙেন মিরাজ। কিন্তু অক্ষরকে থামানো যাচ্ছিল না। ৫০ বলে তুলে নিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এরপরেই ইবাদতের শিকার হয়ে ফেরেন সাজঘরে। এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন সাকিব। ১৮৯ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে চেপে ধরেছে স্বাগতিক দল। ব্যাটিংয়ে শার্দুল ও চাহার। 

মিরাজের ঘূর্ণিতে আউট আইয়ার, স্বস্তি বাংলাদেশ শিবিরে

মিরাজের ঘূর্ণিতে আউট আইয়ার, স্বস্তি বাংলাদেশ শিবিরেস। সময় যতই গড়াচ্ছিল শ্রেয়স আইয়ার ততই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। আউট হওয়ার ২ বল আগেও মিডউইকেটে হাঁকান দারুণ ছয়। এবার আর পারলেন না। মিডউইকেটে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন আফিফের হাতে। দারুণ ক্যাচ ধরেন আফিফ। ৪টি চার ও ৩টি ছয়ের মারে ১০২ বলে ৮২ রান করেন আইয়ার। 

আইয়ার-অক্ষরে ভারতের প্রতিরোধ

শ্রেয়স আইয়ার-অক্ষর প্যাটেলের ব্যাটে প্রতিরোধ গড়েছে। দুজনে পঞ্চম উইকেটের জুটিতে ইতিমধ্যে পঞ্চাশ পেরিয়ে গেছে। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আইয়ার। ৬৯ নলে ৪টি চার ও ১টি ছয়ের মারে এ রান করেন আইয়ার। সঙ্গে অক্ষরও খেলছেন দারুণ। দুজনে ঠাণ্ডা মাথায় ম্যাচ নিজেদের দিকে নিয়ে যাচ্ছেন সফরকরারীরা। 

মিরাজের বলে রাহুলের বিদায় 

পাঁচে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না লোকেশ রাহুল। প্রথম ওয়ানডের সেরা ভারতীয় ব্যাটসম্যান ১৪ রানে ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজের কাছে এলবিডব্লিউ হয়ে।

দশম ওভারে সাকিব আল হাসান ওয়াশিংটন সুন্দরকে ফেরানোর পর প্রতিরোধ গড়েন রাহুল ও শ্রেয়াস আইয়ার। আট ওভার পর ভাঙলো এই জুটি। ৬৫ রানে ৪ উইকেট হারালো ভারত। তাদের লক্ষ্য ২৭২ রান।

সাকিবের ঘূর্ণিতে কুপোকাত ওয়াশিংটন

ইবাদত-মোস্তাফিজের পর সাকিবের আঘাত। ফেরালেন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা ওয়াশিংটন সুন্দরকে। প্রথম ওভারেই সাকিবের আক্রমণ। ইনিংসের শেষ বলে ওয়াশিংটনকে ফেরান সাকিব। সাকিবের বলে পরাস্ত হয় মিডউইকেটে লিটনের হাতে তুলে দেন ওয়াশিংটন। ১৯ বলে ১১ রান করেন ওয়াশিংটন। সাকিবে প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে নেন ১ উইকেট। 

ইবাদত-মোস্তাফিজে স্বপ্নের মতো শুরু

ইবাদত-মোস্তাফিজে স্বপ্নের মতো শুরু। কোহলির পর এবার আউট শিখর ধাওয়ান। এবার মোস্তাফিজের বাউন্সে পরাস্ত ধাওয়ান। পেছনে গিয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং মিস হয়ে বল চলে যায় পয়েন্টে মিরাজের হতে। ১০ বলে ৮ রান করেন ধাওয়ান। পরপর দুই ওভারে বাংলাদেশ তুলে নিয়েছে ভারতের দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

ইবাদতে বোল্ড কোহলি 

প্রথম ম্যাচে একের পর এক শর্ট বলে পরাস্ত করেছিলেন ইবাদত হোসেন। এবার দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম ওভারেই পেলেন কোহলির উইকেট। শর্ট বলে পুল করতে চেয়েছিলেন কোহলি, কিন্তু বল ব্যাট লেগে ভেঙে দেয় স্টাম্প। ইবাদতকে পায় কে! এক দৌড়ে চলে আসেন ড্রেসিং রুমের সামনে। শের-ই-বাংলা গর্জে উঠে আরেকবার। প্রথম বলেই চার দিয়ে শুরু করা কোহলি আউট হন মাত্র ৫ রানে। 

আঙুলের চোটে নামেননি রোহিত

ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটে ব্যাটিংয়ে নামেননি রোহিত শর্মা। আঙুলের স্ক্যান করা হয়েছে। এখনো রিপোর্ট আসেনি। তার পরিবর্তে ওপেনিংয়ে আসেন বিরাট কোহলি,সঙ্গে শিখর ধাওয়ান। 

মিরাজের প্রথম সেঞ্চুরিতে ভারতকে চ্যালেঞ্জ ছুড়লো বাংলাদেশ

মিরাজের সেঞ্চুরি মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে ভারতকে ২৭২ রানের চ্যালেঞ্জ ছুড়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ২৭১ রান করেন। ৮৩ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। 

ইনিংসের শেষ বল। প্রথম সেঞ্চুরির দেখা পেতে মিরাজের লাগে ১ রান। শার্দুল ঠাকুরের ফুল টস ডিপে ঠেলে ১ রান নিয়ে নেন। মিরাজ-মিরাজ গর্জনে কেঁপে উঠে শের-ই-বাংলা। সেঞ্চুরিতো কত ব্যাটসম্যানই করে, কিন্তু মিরাজের মতো ধ্বংসস্তুপে দাঁড়িয়ে কে-ইবা করে! ৮ নাম্বারে ব্যাটিংয়ে নামতে হয় ১৯তম ওভারে। মাহমুদউল্লাহর সঙ্গে ১৪৮ রানের রেকর্ড জুটি গড়ে এরপর একাই নিয়ে যান শেষ পর্যন্ত। ৮৩ বলে পান সেঞ্চুরির দেখা। শেষ ৫ ওভারে নেন ৬৮ রান! তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৪টি ছয়ে। এ ছাড়া মাহমুদউল্লাহ করেন ৭৭ রান। মিরাজ-মাহমুদউল্লাহর জুটি-ই বাংলাদেশকে ম্যাচে ফেরায়। ৬৯ রানে ৬ উইকেটের পর তারা হাল ধরেন। ১১ বলে ১৮ রান করে মিরাজের সঙ্গে অপরাজিত ছিলেন নাসুম। 

৭৭ রানে আউট মাহমুদউল্লাহ, ব্যাটিংয়ে মিরাজ-নাসুম

৭৭ রানে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। উমরানের মালিকের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তার আউটে ভাঙে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি। বাংলাদেশ যখন ধুঁকছিল তখন মাহমুদউল্লাহ মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন। প্রায় ২৭ ওভার ক্রিজে ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

মিরাজ-মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের ২০০

৪৪.৩ ওভারে বাংলাদেশ ২০০ রান পূর্ণ করে। অথচ শুরুর দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় শংকা ছিল দ্রুত অলআউটের। ভারতের বিপক্ষে রেকর্ড জুটি গড়ে মিরাজ-মাহমুদউল্লাহ ২০০ পার করেন। 

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মিরাজ-মাহমুদউল্লাহর ফিফটি

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মিরাজ-মাহমুদউল্লাহর ফিফটি। দুজন যখন ব্যাটিং শুরু করেন বাংলাদেশ ছিল বিপদে। ৬৯ রানে নেই ৫ উইকেট। সেখানে থেকে ধীরে খেলে এখন শাসন করছেন দুজনে। প্রথমে মিরাজ ফিফটি করেন এরপর তারই পথে শামিল হন মাহমুদউল্লাহ। তিনি ৪টি চারের মারে ৭৪ বলে হাফ সেঞ্চুরির দেখা পান। দুজনের জুটি ইতিমধ্যে শতরান পেরিয়েছে। ১২৭ বলে ১০০ রানের জুটি গড়েন তারা। ভারতের বিপক্ষে সপ্তম উইকেটে এটি সর্বোচ্চ জুটি। 

মিরাজের ফিফটিতে দেড়’শ পেরিয়ে বাংলাদেশ

বিপর্যয়ে পড়া বাংলাদেশ দলকে আজও টেনে তুললেন মেহেদী হাসান মিরাজ। তাকে দারুণ সঙ্গে দিচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সপ্তম উইকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা। ফিফটির দেখা পেয়েছেন মিরাজ। তার ৫৩ ও মাহদুউল্লাহর ৪৭ রানের ইনিংসে ভর করে এগোচ্ছে বাংলাদেশের ইনিংস।

প্রতিরোধ গড়লেন মাহমুদউল্লাহ-মিরাজ:

৬৯ রানের ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ দলকে টানছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে এই জুটি ৮০ রান তুলে দারুণ প্রতিরোধ গড়েছে। তাতে বাংলাদেশের সংগ্রহ দেড়’শ কাছাকাছি পৌঁছে গেছে।

মাহমুদউল্লাহ-মিরাজে  শতরান পেরিয়ে বাংলাদেশ:

দলীয় ৬৯ রানের মাথায় পর পর দুই বলে আউট হন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুব। সেখান থেকে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে ভর করে বাংলাদেশ ইতোমধ্যে শতরান পেরিয়েছে। এই জুটি ইতোমধ্যে ৫৫ রান তুলেছে। মিরাজ ৩১ ও মাহমুদউল্লাহ ২৬ রানে ব্যাট করছেন।

পরপর ২ বলে আউট মুশফিক-আফিফ, বিপদে বাংলাদেশ:

ওয়াশিংটন সুন্দরের পরপর ২ বলে আউট মুশফিক-আফিফ। এর আগের ওভারেই তিনি আউট করেন সাকিবকে। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। মুশফিক দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। এক ওভার আগেই আউট হয়েছিলেন সাকিব। সুন্দরের বল সামনে এসে ডিফেন্স করতে চেয়েছিলেন মুশফিকে। বল গ্লাভসে লেগে যায় ধাওয়ানের হাতে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় ভারত। ২৪ বলে ১২ রান করেন মুশফিক। পরের বলেই আফিফ বোল্ড। আর্ম বলে পরাস্ত হন বাঁহাতি আফিফ। প্রথম বলেই শূন্য রানে ফেরেন তিনি। 

ফিরলেন সাকিব

ওয়াশিংটন সুন্দরের বল স্লগ সুইপ করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন সাকিব আল হাসান। বল উঠে যায় উইকেটের পেছনে। সহজ ক্যাচ ধরতে গিয়েও ভুল করে বসেন শিখর ধাওয়ান। হাত ফসকে প্রায় পড়েই যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত মাতিতে পড়েনি। সাকিবের ব্যাট থেকে আসে ২০ বলে ৮ রান। বাংলাদেশ ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে। ক্রিজে মাহমুদউল্লাহ-মুশফিক। 

শান্তর স্টাম্প ওড়ালেন উমরান 

গতিতে বেশ ভোগাচ্ছেন উমরান মালিক। সাকিব আল হাসানের হেলমেটে লাগে, পাঁজরে লাগে, তবে উইকেট দেননি। সাকিব পারলেও নাজমুল হোসেন শান্ত পারেননি। ১৫১ কিলোমিটার গতিতে আসা উমরানের বল শান্তর অফ স্টাম্প উপড়ে ফেলে। লিটনের পর সাকিবের সঙ্গে জুটি গড়ে ভালো ইনিংসের সম্ভাবনা দেখাচ্ছিলেন শান্ত। ২১ রানে থেমে যায় তার ইনিংস। তার ৩৫ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চারের মারে। 

৭ রানে বোল্ড লিটন 

এনামুলের পর লিটনকে ফেরালেন মোহাম্মদ সিরাজ। এবার সরাসরি বোল্ড! বল পড়েই নিচু হয়ে ঢুকে। ভেঙে দেয় স্ট্যাম্প। লিটন আউট হলেন ২৩ বলে ৭ রান করে। এনামুলের আউটের পর শান্তর সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। দুজনের জুটি থেকে আসে ৪৫ রান। শান্তর সঙ্গে ক্রিজে এখন সাকিব। 

লিটন-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

লিটন-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে উইকেট হারানোর পর দুজনে জুটি গড়েন। ধীরে খেলে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন দুজনে। দুজনের জুটি থেকে ইতিমধ্যে ২৩ রান আসে। 

জীবন পেয়ে পরের বলেই আউট এনামুল

দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এনামুল হক বিজয়ের ক্যাচ মিস করেন রোহিত শর্মা। পরের বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। এর আগের ম্যাচেও জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি এনামুল। মোহাম্মদ সিরাজের আউটসাইড অফের বল খোঁচা দিয়ে বসেছিলেন এনামুল। স্লিপে থাকা রোহিত সহজ ক্যাচ ফেলে দেন। পরের বল ব্যাটেই লাগাতে পারেননি। পায়ে লাগলে আবেদনের সঙ্গেই সাড়া দেন আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নেয়, কিন্তু লাভ হয়নি। শুরুতে উইকেটের সঙ্গে রিভিউও হারালো স্বাগতিক শিবির। এনামুলের ব্যাট থেকে আসে ৯ বলে ১১ রান। ক্রিজে লিটন দাসের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। 

ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। পেসার হাসান মাহমুদের পরিবর্তে একাদশে এসেছেন নাসুম আহমেদ।  

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (সহ অধিনায়ক, উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

আশাবাদী ডমিঙ্গো

সিরিজ জয়ে আশাবাদী ডমিঙ্গো বলেন, ‘আমাদের দল এই সংস্করণে আত্মবিশ্বাসী। কিন্তু এটা কঠিন নয়। তারা শক্তিশালীভাবে (ভারত) ফিরবে। আমাদের প্রথম ম্যাচ থেকে অনেক ভালো খেলতে হবে। আমরা আমাদের স্নায়ু ঠিক রাখতে পারলেই এই বাধা পেরোতে পারব।’

ভারত ছেড়ে দেবে না সহজে

এদিকে ভারত ছেড়ে দেবে না সহজে। বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান যেন দিয়ে রাখলেন প্রচ্ছন্ন হুমকিও, ‘আগামীকালের (আজকের) খেলা নিয়ে আমরা দারুণ আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে হারা এটা আমাদের জন্য প্রথম কোনো ঘটনা নয়। এটা কিছুটা স্বাভাবিক। আমরা জানি কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। বাংলাদেশ অবশ্যই ভালো খেলছে, তবে যদি শেষ ম্যাচটা দেখেন এটা ছিল মজার।’

পাখির চোখ সিরিজে

শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। এবার পালা ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলার। লিটন দাসের দল সেদিকেই পাখির চোখ করে ভারতের বিপক্ষে নেমেছে দ্বিতীয় ওয়ানডেতে। ভারতের সবশেষ সফরে ২০১৫ সালে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৭ বছর পর লিটন দাসের দলের সামনে আবারও সেই সূবর্ণ সুযোগ। অন্তত রেকর্ড বলছে তাই। ৩১ বার মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৬ বার, তার মধ্যে ৫ বারই জয় দেশের মাটিতে। লিটন-সাকিবরা কি পারবেন সিরিজ নিজেদের পকেটে পুরতে?

ঢাকা/আমিনুল/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়