ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেলজিয়ামের বিদায়ের পর হ্যাজার্ডের আন্তর্জাতিক অবসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৭ ডিসেম্বর ২০২২  
বেলজিয়ামের বিদায়ের পর হ্যাজার্ডের আন্তর্জাতিক অবসর

কাতারে বিশ্বকাপ থেকে বেলজিয়ামের হতাশাজনক বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইডেন হ্যাজার্ড।

গতবার তৃতীয় হওয়া বেলজিয়াম এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। দলে কোনও ছাপ ফেলতে পারেননি হ্যাজার্ড। গ্রুপের তিনটি ম্যাচ খেললেও কোনও গোল পাননি। কানাডাকে হারানোর পর বেলজিয়াম হেরে যায় মরক্কোর সঙ্গে এবং ক্রোয়েশিয়ার সঙ্গে ড্রয়ে তৃতীয় হয়।

আরো পড়ুন:

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাজার্ড লিখেছেন, ‘একটি পৃষ্ঠা আজ উল্টে যাচ্ছে... আপনাদের ভালোবাসার জন্য ধণ্যবাদ। অবিরাম সমর্থনের জন্য ধন্যবাদ। ২০০৮ থেকে যে সুখের সময় কাটিয়েছি, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে বেলজিয়ামের টুর্নামেন্ট শেষ হওয়ার পর কোচ রবার্তো মার্তিনেজ তার দায়িত্ব ছাড়েন।

হ্যাজার্ডের অবসর ঘোষণার পর বেলজিয়ামের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট লিখেছে, ‘শুভকামনা অধিনায়ক ইডেন হ্যাজার্ড।’

কাতারে দেশকে নেতৃত্ব দেন ৩১ বছর বয়সী হ্যাজার্ড। সাম্প্রতিক সময়ে বেলজিয়ামের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। ২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ১২৬ ম্যাচে করেছেন ৩৩ গোল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়