ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১২ ডিসেম্বর পর্যন্ত ঢাবিতে বড় পর্দায় খেলা দেখানো হবে না

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:০২, ৯ ডিসেম্বর ২০২২
১২ ডিসেম্বর পর্যন্ত ঢাবিতে বড় পর্দায় খেলা দেখানো হবে না

ছবি: মোস্তাফিজুর রহমান নাসিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো দেখানো হবে না। অনিবার্য কারণে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এটি স্থগিত থাকবে বলে জানিয়েছে মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’।

শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নগদ ‘জানায়’, ১২ ডিসেম্বরের পর থেকে যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখানো হবে।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দুই জায়গায়, হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠে বড় আকারের এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছে ‘নগদ’। খেলার রাতে ক্যাম্পাস লোকারণ্য হয়ে ওঠে।

এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বহিরাগতদের’ খেলা দেখতে ক্যাম্পাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। 

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার আয়োজন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন।

 

ইয়ামিন/শাহেদ 

সর্বশেষ

পাঠকপ্রিয়