ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলের মিনি নিলামে চোখ থাকবে সাকিব-লিটনের দিকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ১০:০১, ২৩ ডিসেম্বর ২০২২
আইপিএলের মিনি নিলামে চোখ থাকবে সাকিব-লিটনের দিকে

১৬তম আইপিএল খেলোয়াড় নিলাম বসছে কোচিতে। শুক্রবার বাংলাদেশ সময় তিনটায় কোচির গ্র্যান্ড হায়াত হোটেলে এবারের খেলোয়াড়দের নিয়ে দর হাঁকাহাঁকি হবে ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে। এবার বাংলাদেশ থেকে নিলামে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস ও আফিফ হোসেন। সাকিব ছাড়া বাকি তিনজনের আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। বাঁহাতি অলরাউন্ডারের ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি, বাকিদের ৫০ লাখ করে। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে।

এবারের নিলামের জন্য নিবন্ধন করেন ৯৯১ জন ক্রিকেটার। তাদের মধ্যে থেকে ৪০৫ জন জায়গা পেয়েছেন এবারের নিলামে। এদের মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৭৩ জন, সহযোগী দেশের চারজনসহ বিদেশি ১৩২ জন। ১১৯ জন ক্যাপড, মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। বাকি ২৮৬ জন আনক্যাপড। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৭টি স্লট পূরণ করবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য ৩০টি।

আরো পড়ুন:

নিলাম সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।

১০টি ফ্র্যাঞ্চাইজি একত্রিতভাবে নিলামে ১৭৪.৩ কোটি রুপি খরচ করতে পারবে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে সবচেয়ে বেশি সোয়া ৪২ কোটি অবশিষ্ট রয়েছে। কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে অংশ নেবে, তাদের অবশিষ্ট আছে ৭ কোটি ৫ লাখ রুটি। চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে ২০ কোটি ৪৫ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালসের পার্সে রয়েছে ১৯ কোটি ৪৫ লাখ রুপি। গুজরাট টাইটানস আবার ১৯ কোটি ২৫ লাখ রুপি নিয়ে নিলামে নামবে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হাতে রয়েছে ২৩ কোটি ৩৫ লাখ রুপি। মুম্বাই ইন্ডিয়ান্সের আছে ২০ কোটি ৫৫ লাখ রুপি। পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে রয়েছে যথাক্রমে ৩২ কোটি ২০ লাখ এবং ৮ কোটি ৭৫ লাখ রুপি। রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ১৩ কোটি ২০ লাখ রুপি।

এবারের আইপিএল নিলাম পরিচালনা করবেন গ্রেট ব্রিটেনের হুগ এডমিডেস। গত নিলামেও তিনি ছিলেন। অবশ্য প্রথম দিন নিলাম চলাকালে অসুস্থ হয়ে অজ্ঞান হলে তার অনুপস্থিতিতে নিলাম পরিচালনা করেন চারু শর্মা। সুস্থ হয়ে ফিরে নিলাম শেষ করেন এডমিডেস।

এবারের আইপিএল সর্বকনিষ্ঠ ক্রিকেটার আফগানিস্তানের ১৫ বছর বয়সী ডানহাতি অফস্পিনার আল্লাহ মোহাম্মদ গজানফর। আর সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ৪০ বছর বয়সী অমিত মিশ্র, যিনি একমাত্র বোলার হিসেবে তিনটি ভিন্ন দলের হয়ে হ্যাটট্রিক করেছেন।

প্রত্যেক দলের স্কোয়াড হবে ৮ বিদেশি নিয়ে সর্বোচ্চ ২৫ জনের এবং ৫ বিদেশি নিয়ে কমপক্ষে ১৮ জনের।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়