ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্তিনেজের বিদ্রূপে যা বললেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৯ ডিসেম্বর ২০২২  
মার্তিনেজের বিদ্রূপে যা বললেন এমবাপ্পে

আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ ট্রফি খরা ঘুচাতে বড় অবদান ছিল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। এই সাফল্য উদযাপন করতে গিয়ে ফাইনালের প্রতিপক্ষ দল ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে কয়েকবার বিদ্রূপ করে আলোচিত হয়েছেন অ্যাস্টন ভিলা গোলকিপার। ড্রেসিংরুমে উদযাপনের সময় ফরাসি ফরোয়ার্ডের জন্য এক মুহূর্তের নীরবতা পালন করেন এবং বিজয় প্যারেডে তার হাতে ছিল একটি পুতুল, যার মুখে ছিল এমবাপ্পের ছবি। এছাড়া গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড নিয়ে ফরাসি তারকাকে ইঙ্গিত করে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন।

মার্তিনেজের এমন বিদ্রূপ নিয়ে প্রশ্ন শুনতে হলো এমবাপ্পেকে। বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর ক্লাবে ফেরেন পিএসজি ফরোয়ার্ড। স্ত্রাসবোর্গের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর এনিয়ে কথা বলেন তিনি। ফাইনাল শেষে লিওনেল মেসির সঙ্গে কী কথা হয়েছিল সেটাও জানালেন তিনি।

আরো পড়ুন:

পিএসজির জয়ের পর সংবাদ সম্মেলনে শুরুটা হয় মেসির সঙ্গে ফাইনালের পরের আলাপ নিয়ে। এমবাপ্পে বলেন, ‘আমি খেলার পর মেসির সঙ্গে কথা বলেছিলাম। আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম। এটা তার জন্য গুরুত্বপূর্ণ, আমার জন্যও। কিন্তু আমি হেরে গেলাম এবং অভিনন্দন (অন্য দলকে) জানানোর পরিপক্বতা আপনাকে দেখাতে হবে।’

পরের প্রশ্ন মার্তিনেজের বিদ্রূপ নিয়ে। এমবাপ্পে এনিয়ে বললেন, ‘উদযাপন আমার সমস্যা নয়। আমি এসব ছোটখাটো বিষয়ের পেছনে শক্তি নষ্ট করতে চাই না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্লাবের জন্য সেরাটা দেওয়া।’ 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়