ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতিপক্ষ রিটায়ার্ড হার্ট, প্রথমবার সেমিফাইনালে খাচানোভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৪ জানুয়ারি ২০২৩  
প্রতিপক্ষ রিটায়ার্ড হার্ট, প্রথমবার সেমিফাইনালে খাচানোভ

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে হারলেন, পরের সেটে পাত্তা পেলেন না, পড়লেন ইনজুরিতে। তারপরও তৃতীয় সেটে খেলে গেলেন, কিন্তু আর পারছিলেন না। রিটায়ার্ড হার্ট হয়ে কোর্ট থেকে সরে দাঁড়ালেন সেবাস্তিয়ান কোরডা, যার বাবা ১৯৯৮ সালে মেলবোর্ন পার্কে শিরোপা জিতেছিলেন। তার অসুস্থতায় তৃতীয় সেট শেষ হলো না, প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রাশিয়ান কারেন খাচানোভ।

৭-৬ (৫), ৬-৩, ৩-০ গেমে শেষ হয় খেলা। ১৮তম বাছাই খাচানোভ প্রথম সেটে ৪-১ এ লিড নিলেও দারুণ প্রত্যাবর্তন হয় কোরডার। এই আমেরিকান টাইব্রেকে নেন ওই সেট। কিন্তু রাশিয়ান প্রতিপক্ষ ব্যাকহ্যান্ড উইনারে প্রথম সেট জিতে যান।

দ্বিতীয় সেটে ফোরহ্যান্ডে অস্বস্তিতে ভুগছিলেন কোরডা, কব্জিতে সমস্যা হচ্ছিল। সাইডলাইনে চিকিৎসাও নিতে হয়েছিল। একদমই ছন্দ পাননি। তাতে হার মানতে হয় ২৯তম বাছাইকে। তৃতীয় রাউন্ডে ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ও দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের রানারআপ দানিল মেদভেদেভকে হারিয়ে ফেভারিট হিসেবে খেলতে নেমে পারলেন না কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়