ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫০৯ দিন পর রোহিত শর্মার সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:১৫, ২৪ জানুয়ারি ২০২৩
৫০৯ দিন পর রোহিত শর্মার সেঞ্চুরি

নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৮৩ বলে ৯টি চার ও ৬ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। অবশ্য ইনিংসটি আর বড় করতে পারেননি তিনি। ১০১ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত।

তবে এই সেঞ্চুরিটি পেতে রোহিতকে অপেক্ষা করতে হয়েছে ৫০৯ দিন। সবশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এরপর রোহিত তিন ফরম্যাটে সব মিলিয়ে ৫৩ ইনিংস খেলেছেন। রান করেছেন ১৫৫৫টি। হাফ সেঞ্চুরি করেছিলেন ১২টি। কিন্তু সেঞ্চুরির দেখা পাননি।

আরো পড়ুন:

তবে অপেক্ষার পালাটি দারুণভাবে ফুরিয়েছেন অধিনায়ক। ৮৩ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০১৮ সালে তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৮২ বলে ১২টি চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

এটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তিনি রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কও ওয়ানডেতে ৩০টি সেঞ্চুরি করেছিলেন। রোহিতের সামনে আছেন বিরাট কোহলি (৪৬টি) ও শচীন টেন্ডুলকার (৪৯টি)।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়