ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ম্যানইউর ট্রফি জয়ের দারুণ সুযোগ দেখছেন টেন হ্যাগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৫ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৯:৪৩, ২৫ জানুয়ারি ২০২৩
ম্যানইউর ট্রফি জয়ের দারুণ সুযোগ দেখছেন টেন হ্যাগ

একসময় ফুটবলে আধিপত্য বিস্তার করে খেলতো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই দিন আর নেই। ২০১৭ সালে ইউরোপা লিগ ও কারাবাও কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ট্রফিখরায় ভুগছে। ছয় বছর হতে চললো, তবে এই মৌসুমে অন্তত একটি শিরোপা জেতার দারুণ সুযোগ দেখছেন কোচ এরিক টেন হ্যাগ।

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে কারাবাও কাপ সেমিফাইনালের প্রথম লেগের প্রস্তুতি নিচ্ছে ম্যানইউ। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় প্রতিপক্ষের মাঠে নামছে একমাত্র ইংলিশ দল হিসেবে এই মৌসুমে চারটি প্রতিযোগিতা- প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, এফএ কাপ ও ইউরোপা লিগে টিকে থাকা দলটি।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে টেন হ্যাগ বলেছেন, ‘ট্রফি জয়ের ব্যাপার এটা। আমাদের একটি দারুণ সুযোগ আছে কিন্তু আপনাকে ম্যাচ ধরে ধরে এগোতে হবে। এখন আমরা দুই লেগে ফরেস্টের মুখোমুখি হবো, মনোযোগ আপাতত প্রথম লেগ নিয়ে। আর বেশিদূর ভাবতে চাই না, তাতে মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে।’

প্রিমিয়ার লিগের টেবিলে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চারে ম্যানইউ। গত রোববার লিগের শীর্ষ দল আর্সেনালের কাছে ৩-২ গোলে হার ভুলে এখন কেবল ফরেস্টকে নিয়ে ভাবছে ম্যানইউ। ১ ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডে হবে দ্বিতীয় লেগ।  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়