মাশরাফি আছেন বলেই…
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টার্স, সিলেট সিক্সার্স, সিলেট সানরাইজার্স হয়ে সিলেট স্ট্রাইকার্স। এক বিপিএলে সিলেটের কতো নাম! কতো পরিবর্তন! কতো হাতবদল! বারবার মালিকানা বদলে এখনও থিতু হতে পারেনি দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেট। থিতু হতে পারেনি মাঠের পারফরম্যান্সও। তাতে বারবার সিলেটবাসীর হৃদয় ভেঙেছে। নিজেদের মাটিতে বিপিএল আয়োজন করে তবুও তাদের পথচলা একেবারেই বিবর্ণ।
তবে এবার জাদুকরের হাতে পড়ে সিলেট দলটা নিজেদের গড়ে তুলছে নতুন করে। তিন বছরের জন্য সিলেট স্ট্রাইকার্সের মালিকানা কিনেছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। দলটির আইকন ক্রিকেটার করা হয়েছে ওয়ানডের মতো বিপিএলেরও সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বিপিএলের চারবারের চ্যাম্পিয়ন অধিনায়কের হাত ধরেই অপ্রতিরোধ্য দলটি।
৭ ম্যাচে ৬ জয়ে টপ অব দ্য টেবিলে তারা। শীর্ষে থেকেই দলটি খেলতে এসেছে হোম ভেনু্য সিলেটে। যেখানে পাঁচদিনে তিনটি ম্যাচ খেলবে মাশরাফি, মুশফিক, আমির, থিসারারা।
বিপিএলে সিলেট জিততে পারেনি কোনো শিরোপা। আর মাশরাফি মানেই বিপিএল শিরোপা! এমনটাই বিশ্বাস সিলেট এমসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌকিরের,‘মাশরাফি এবার সিলেটকে বহু আকাঙ্খিত শিরোপা দেবে এমনটা আমাদের বিশ্বাস। তার কাছে ম্যাজিক আছে।’ সিলেটে পা রেখে জনপ্রিয় পানসি ও পাঁচ ভাই রেস্টুরেন্টে ঢুঁ মারে না এমন কাউকে খুঁজে পাওয়া কষ্টকর। পানসির ওয়েটার আক্কাস ক্রিকেটারদের কাছে দারুণ পরিচিত। হবিগঞ্জের এই আক্কাসও সিলেটের বিপিএলের শিরোপার অপেক্ষায়,‘মাশরাফি ভাইদের হোটেলে খাবার খাইয়ে আসি আমি। ফোন দিলেই চলে যায় খাওয়া। এবার মাশরাফি ভাই সিলেটে খেলছেন দেখে খুব খুশি। তার হাত ধরে সিলেট এবার শিরোপা জিতবেই।’
সিলেটের এবার ধারাবাহিক পারফরম্যান্সের মূল কারণ, দলীয় একতা। শুরু থেকে দলটা গোছানো ছিল তা মাঠের ক্রিকেটে ভালোভাবেই ফুটে ছিল। স্থানীয় সব কোচরা কাজ করছেন দলটির সঙ্গে। তাতে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগও হচ্ছে নিরবিচ্ছিন্ন । স্থানীয় শান্ত, জাকির, হৃদয়রা পারফর্ম করায় কাজটা সহজ হয়েছে। বোলিংয়ে মাশরাফি, আমির, রাজারা দু্যতি ছড়ায় তাদের দুই বিভাগেই শক্তিমত্তা ফুটে ওঠেছে।
মাশরাফির জন্য সিলেট সেজেছে। সিলেট সাজিয়েছে ফ্রাঞ্চাইজিরাও। শহরে ঢুকতেই গোটা দলের বিশাল বিলবোর্ড চোখে পড়বে। সঙ্গে বিভিন্ন পয়েন্টে মাশরাফি, মুশফিক, শান্তদের ছবি সম্বলিত পোস্টার চোখে পড়েছে। গতকাল দুপুরে মাশরাফিরা সিলেটে পা রাখার পর তাদের বরণ করতে বিশাল র্যালি করেছে টিম সিলেট নামের একটি প্লাটফর্ম। সেই র্যালিতে যোগ দেন সিলেটের সমর্থকরাও।
সিলেটে খেলা হলে বরাবরই গ্যালারি হাউসফুল থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে বিশ্বাস বিসিবির পরিচলক শফিউল আলম নাদেল,‘সিলেটে খেলা হলে সমর্থকরা বরাবরই মাঠে থাকেন। খেলার জন্য তারা পাগল। এবারও বেশ টিকিটের চাহিদা আছে। স্টেডিয়ামের মেইন গেট ও জেলা স্টেডিয়ামে টিকিট বিক্রি হচ্ছে। মাঠে খেলার দিন গ্যালারি হাউসফুল থাকবে।’
ধারাবাহিক পারফরম্যান্সে সিলেটের শেষ চার নিশ্চিত হয়ে গেছে। শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে চোখ তাদের। নিজেদের মাঠে রংপুর, চট্টগ্রাম ও খুলনার বিপক্ষে খেলতে মাশরাফিরা। হোম গ্রাউন্ডে, সমর্থকদের বাধা ভাঙ্গা আনন্দে ভাসিয়ে সিলেট তিনটি ম্যাচেই জয় পাবে এমনটাই চাওয়া সমর্থকদের।
সিলেট/ইয়াসিন/রিয়াদ
আরো পড়ুন