ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রুক-বাটলারে দ. আফ্রিকাকে ৩৪৩ রানের টার্গেট দিলো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৮:৫৩, ২৯ জানুয়ারি ২০২৩
ব্রুক-বাটলারে দ. আফ্রিকাকে ৩৪৩ রানের টার্গেট দিলো ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ রোববার দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। তাতে কি? হ্যারি ব্রুক ও জস বাটলারের ব্যাট হাতে ব্লুমফন্টেইন রাঙিয়েছেন। তাদের সঙ্গে ঝড় তুলেছিলেন মঈন আলীও। তাতে ৭ উইকেট হারিয়ে ৩৪২ রান সংগ্রহ করে ইংলিশরা।

ব্যাট করতে নেমে ২৭ রানে জ্যাসন রয় ও ৩৩ রানে দাওয়িদ মালান বিদায় নেন। রয় করেন ৭ আর মালানের ব্যাট থেকে আসে ১২ রান। সেখান থেকে বেন ডাকেট ও হ্যারি ব্রুক হাল ধরেন। ৮৭ রানের মাথায় ডাকেট ২০ রান করে ফিরলে ভাঙে এই জুটি। তবে এখান থেকে ব্রুক ও বাটলার চতুর্থ উইকেটে ৭৩ রান তুলে দলীয় সংগ্রহকে নিয়ে যান ১৫৫ তে। এই রানে ব্রুক ৭টি চার ও ৪ ছক্কায় ৮০ রান করে ফিরেন।

আরো পড়ুন:

সেখান থেকে সবচেয়ে বড় জুটিটি গড়েন বাটলার ও মঈন আলী। ৮৫ বলে পঞ্চম উইকেটে তারা দুজন ১০১ রান তোলেন। দলীয় ২৬১ রানের মাথায় মঈন ফিরেন ৬ চার ও ১ ছক্কায় ৫১ রান করে।

তবে বাটলার আউট হননি। অধিনায়কের ৮ চার ও ৩ ছক্কায় করা অপরাজিত ৯৪ ও স্যাম কারানের ২৮ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড ৩৪২ রান তুলে ইনিংস শেষ করে।

বল হাতে দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া ২টি উইকেট নেন। বাকি পাঁচ বোলার নেন বাকি পাঁচটি উইকেট।

প্রথম ম্যাচে ২৯৮ রান তাড়া করে ২৭ রান হার মেনেছিল ইংল্যান্ড। আজ হারলে সিরিজ হারবে তারা। আর জিতলে ফিরবে সমতা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়