ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বার্সাকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন মেসির ভাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৪:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০২৩
বার্সাকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন মেসির ভাই

ভিডিও স্ট্রিমিং সাইট টুইচে আড্ডার সময় লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে তার পুরোনো ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে বিষেদাগার করেছেন তার ভাই মাতিয়াস মেসি। তবে একদিন না যেতেই এমন বিরাগভাজন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ক্ষমা চান মাতিয়াস। তিনি লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমি যা বলেছিলাম তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি শুধু আমার ছেলে এবং বন্ধুদের সাথে মজা করছিলাম। বার্সেলোনার মতো দুর্দান্ত একটি ক্লাব সম্পর্কে আমি কীভাবে এটি ভাবতে পারি, যেটি আমার পরিবার এবং লিওকে অনেক কিছু দিয়েছে। সবাইকে দুঃখিত বলতে চাই, বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের কাছে।’

অথচ আড্ডায় মেসি-বার্সেলোনা প্রসঙ্গ উঠতেই মাতিয়াস সব ক্ষোভ যেন উগরে দিয়েছিলেন। তার মতে মেসি আসার আগে বার্সাকে কেউই চিনতোই না! মেসির কারণেই ক্লাবটিকে আজ সারাবিশ্বের মানুষ চেনে বলে ধারণা মাতিয়াসের। 

তিনি বলেছিলেন, ‘মেসির জন্যই সবার কাছে এতটা পরিচিতি পেয়েছে বার্সেলোনা। তার আগে তাদের কেউ চিনতো না। বার্সেলোনায় গিয়ে কেউ জাদুঘর দেখে থাকলে দেখবেন সেটার পুরোটা মেসির।’

শুধু তাই নয়, বার্সা সমর্থকদেরও দুষছিলেন মাতিয়াস। তাদের বিশ্বাসঘাতক উল্লেখ করে তিনি বলেছেন, ‘কেউ তাকে বার্সা ছাড়ার সময় সাহায্য করেনি। ওদের  উচিত ছিল রাস্তায় নেমে পড়া, লাপোর্তাকে বিদায় করে মেসিকে রেখে দেওয়া। কাতালানরা বিশ্বাসঘাতক। মা একবার লিওনেলকে বলেছিল, ওরা তোমাকে রোনালদিনহোর মতো ভোগাবে।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়